প্রিমিয়াম ট্রেনে বিমানের মত ওঠা-নামা করে ভাড়া। গত শুক্রবার হাওড়া-যশোবন্তপুর প্রিমিয়াম এক্সপ্রেসে প্রায় তিনগুণ বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল যাত্রীদের। রেলের নিয়ম মেনে টিকিটে ধরা ছিল খাবারের দাম। রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসে খাবারের জন্য যে দাম ধরা থাকে, এ ক্ষেত্রেও টাকার অঙ্ক ছিল ততটাই। কিন্তু খাবার হাতে পেয়ে অবাক যাত্রীরা! তাঁদের অভিযোগ, রাতে যে ভাত দেওয়া হয় তা নষ্ট হয়ে গিয়েছিল। দুপুরে খাবার খেয়েও পেট ভরেনি যাত্রীদের। বিষয়টি রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-কে জানানো হবে বলে পাশ কাটিয়েছেন রেলকর্তারা। ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে দায় এড়িয়েছে আইআরসিটিসিও।