Himachal Pradesh Paper Leak

হিমাচলে প্রশ্নপত্র ‘ফাঁস’! দশমের ইংরেজি পরীক্ষায় খোলা হল দ্বাদশের প্রশ্ন, বাতিল পরীক্ষা

শুক্রবার ছিল দশমের ইংরেজি পরীক্ষা। চম্বা জেলার একটি সরকারি স্কুলে ভুল করে দ্বাদশের ইংরেজি প্রশ্নপত্র খুলে ফেলেন শিক্ষকেরা। ঘটনাচক্রে, শনিবার ছিল দ্বাদশের বোর্ডের ইংরেজি পরীক্ষা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৩:১৮
Share:
হিমাচলে বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। প্রতীকী ছবি।

হিমাচলে বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। প্রতীকী ছবি।

হিমাচল প্রদেশে বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় হুলস্থুল পড়ে গিয়েছে। শুক্রবার ছিল দশমের বোর্ডের ইংরেজি বিষয়ে পরীক্ষা। কিন্তু তার বদলে দ্বাদশের ইংরেজি প্রশ্নপত্র খুলে ফেলার ঘটনাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতে শুরু করে। আর তার পরই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় শিক্ষ দফতর।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ছিল দশমের ইংরেজি পরীক্ষা। চম্বা জেলার একটি সরকারি স্কুলে ভুল করে দ্বাদশের ইংরেজি প্রশ্নপত্র খুলে ফেলেন শিক্ষকেরা। ঘটনাচক্রে, শনিবার ছিল দ্বাদশের বোর্ডের ইংরেজি পরীক্ষা। তার আগের দিন ওই প্রশ্নপত্র ভুল করে খুলে ফেলার পরই শোরগোল পড়ে যায়। আপাতত দ্বাদশের ইংরেজি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।

শিক্ষা দফতর সূত্রে খবর, শুক্রবার তারা একটি অভিযোগ পেয়েছে যে, পরীক্ষার নির্ধারিত দিন এবং সময়ের আগে প্রশ্নপত্র খোলা হয়েছে। সেই অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের সচিব বিশাল শর্মা জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এই পরীক্ষার সঙ্গে অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে। এ ধরনের কাজ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। তদন্ত শুরু হয়েছে। বোর্ডের চেয়ারম্যান আপাতত দ্বাদশের ইংরেজি পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছেন। তবে কী ভাবে এই ঘটনা ঘটল, দশমের বদলে কী ভাবে শিক্ষকদের হাতে দ্বাদশের প্রশ্নপত্র পৌঁছোল তা পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে দেখা হচ্ছে। বাতিল হওয়া পরীক্ষা কবে হবে সে বিষয়েও পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা দফতর জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement