জলের এক লিটার বোতলের দাম ৬০ টাকা আর এক কিলোগ্রাম আটা ১০০ টাকা!
চূরাইবাড়িতে জাতীয় সড়কের পাশে এই দামেই বিকোচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। বেহাল ওই সড়কে দিনের পর দিন আটকে থাকে যানবাহন। অনেকটা দূরত্ব হেঁটে দোকানের জন্য পণ্যসামগ্রী কিনে নিয়ে আসানে মালিকরা। তাই জিনিসপত্রের দাম বাড়ে।
অসম-ত্রিপুরা জাতীয় সড়ক অনেক দিন ধরেই বেহাল। রাস্তায় খারাপ হয়ে গাড়ি ফেঁসে থাকা সেখানে নিত্যনৈমিত্তিক ঘটনা। দূরপাল্লার গাড়ি চালকরা সঙ্গে খাদ্যসামগ্রী নিয়ে আসেন। কিন্তু দিনের পর দিন চূরাইবাড়িতে আটকে থাকায় সে সব খাবারও ফুরিয়ে যায়। লরিচালক গুরপ্রিত সিংহ বলেন, ‘‘বাদ্য হয়েই দোকান থেকে খাবার কিনতে হয়। এখানে সহজে মেলে না পানীয় জলও। তাই ভরসা সেই দোকানই। এক লিটারের জলের বোতল ৫০-৬০ টাকায় কিনতে হয়।’’ তিনি জানান, বেশিরভাগ লরিচালকই রুটি খান। তাই আটার চাহিদা বাড়ে। এলাকাবাসীর বক্তব্য, অসমের চূরাইবাড়িতেই যদি এই পরিস্থিতি হয়, তা হলে ত্রিপুরায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়াটাই স্বাভাবিক। কারণ চূরাইবাড়ির রাস্তা দিয়েই পণ্যবাহী গাড়ি পৌঁছয় ত্রিপুরায়।
খারাপ রাস্তায় আটকে যাওয়ার ভয়ে সাধারণ যাত্রীরাও ত্রিপুরা যাওয়ার জন্য ওই রাস্তায় ঢোকেন না। আজ করিমগঞ্জের একটি বরযাত্রী দল গাড়ির বদলে ট্রেনে ত্রিপুরার ধর্মনগরে রওনা দিয়েছেন।