জম্মু-কাশ্মীর সীমান্তে ফের গুলি চালাল পাক সেনা

টানা পাঁচ দিন ধরে পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের মধ্যেই ফের এক বার বিস্ফোরণে কেঁপে উঠল উপত্যকা। বৃহস্পতিবারও সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাক সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ১১:১১
Share:

—ফাইল চিত্র।

টানা পাঁচ দিন ধরে পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের মধ্যেই ফের এক বার বিস্ফোরণে কেঁপে উঠল উপত্যকা।

Advertisement

বৃহস্পতিবারও সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাক সেনা। এ দিন কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি এবং জম্মুতে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালানো হয়। বুধবার রাত ৮টা থেকে এ দিন ভোর ৫টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। তবে ঘটনায় কেউ হতাহত হননি। চলতি মাসে এই নিয়ে ২৬ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের উপরে হামলা চালাল পাক সেনা। ভারতের এক সেনা আধিকারিকের দাবি, ১৫ অগস্টের আগে পাক জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করার উদ্দেশ্যেই এই বারবার এই হামলা।

এমনিতেই ইয়াকুবের ফাঁসির পর দেশে বড়সড় হামলার সতর্কতা জারি করেছে দিল্লি। তার উপরে রাশিয়ার উফায় ভারত ও পাক দুই দেশের বৈঠকের পর থেকেই সীমান্তে অশান্তি বেড়ে চলেছে। এই অবস্থায় ১৫ অগস্টের আগে বড়সড় সন্ত্রাসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

এ দিনই গ্রেনেড বিস্ফোরণে কেঁপে ওঠে কাশ্মীরে সোপিয়ান। ঘটনায় আহত হয়েছেন ১১ জন। এ দিন প্রার্থনা শেষ করে মসজিদের বাইরে বেরোন বাসিন্দারা। বাইরে একটি ধাতব বস্তুকে পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। তাতে হাত দিতেই সেটি ফেটে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement