Infiltration Attempt in Punjab

পঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা! বিএসএফের গুলিতে মৃত্যু পাকিস্তানের অনুপ্রবেশকারীর

বিএসএফের একটি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ভারত-পাক পঞ্জাব সীমান্তে তাশপাটন এলাকায় হঠাৎ কিছু অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান সীমান্তরক্ষীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৫
Share:
পঞ্জাব সীমান্তে অনুপ্রবেশ রুখল বিএসএফ।

পঞ্জাব সীমান্তে অনুপ্রবেশ রুখল বিএসএফ। —ফাইল চিত্র।

পঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। বুধবার সকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ গেল পাকিস্তানের এক অনুপ্রবেশকারীর।

Advertisement

বিএসএফের একটি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ভারত-পাক পঞ্জাব সীমান্তে তাশপাটন এলাকায় হঠাৎ কিছু অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান সীমান্তরক্ষীরা। এক অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে ভারতের দিকে ঢোকার চেষ্টা করেন। বিএসএফের তরফে তাঁকে বার বার সতর্ক করা হলেও তিনি থামেননি। শেষমেশ ওই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। ওই ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।

বিএসএফ সূত্রে খবর, এই অনুপ্রবেশের নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের প্ররোচনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফের এক মুখপাত্র এই প্রসঙ্গে জানান, বিষয়টি নিয়ে তাঁরা পাক সেনার কাছে ক্ষোভের কথা জানাবেন। প্রসঙ্গত, পঞ্জাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে ৫৫৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement