p chidambaram

P Chidambaram: দল ভাঙিয়ে তৃণমূল জোট চায়: চিদম্বরম

গোয়ায় কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা চিদম্বরমের উদ্দেশে প্রশ্নও ছুঁড়ে দিয়েছিলেন অভিষেক

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ০৯:০৪
Share:

কংগ্রেস নেতা পি চিদম্বরম। —ফাইল চিত্র।

গোয়ায় জোটের কথার পাশাপাশি তৃণমূল কংগ্রেস ক্রমাগত দলভাঙানো চালিয়েছে বলে অভিযোগ করল কংগ্রেস। এবং সেই কারণেই যে গোয়া বিধানসভার ভোটে দুই দলের জোট প্রক্রিয়া এগোয়নি, রবিবার সেই ইঙ্গিত দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। গত সপ্তাহেই গোয়ায় এই দুই দলের জোট বা বোঝাপড়া না হওয়ার জন্য কংগ্রেসের দিকেই আঙুল তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ায় কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা চিদম্বরমের উদ্দেশে প্রশ্নও ছুঁড়ে দিয়েছিলেন অভিষেক। এ দিন তার জবাব দিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে চিদম্বরম বলেন, ‘‘কংগ্রেসের শীর্ষনেতৃত্বের কাছ থেকে জোটের বিষয়ে কোনও নির্দেশ ছিল না।’’ তবে এই অবস্থানের প্রেক্ষাপট বুঝিয়ে তিনি আরও বলেন, ‘‘তৃণমূল জোটের প্রস্তাব দিয়েছিল ঠিকই। তবে কয়েকটি ঘটনাও পাশাপাশি ঘটেছে। আগেই কংগ্রেস বিধায়ক লুইজিনহো ফেলেরোকে দলে নেয় তৃণমূল। আরও দু’জনকে কংগ্রেস প্রার্থী করার পর তাঁদের দলে নিয়ে নেয় তৃণমূল।’’

Advertisement

গোয়ায় দলত্যাগী কংগ্রেস নেতাদের উদ্দেশে বার্তা দিয়ে চিদম্বরম এ দিন বলেন, ‘‘যাঁরা দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, কংগ্রেস তাঁদের ফিরিয়ে নেবে না।’’ আজ সোমবার থেকে গোয়ায় ফের তিন দিনের প্রচার কর্মসূচি রয়েছে অভিষেকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement