Badrinath Dham

পুণ্যযাত্রা শেষ, বদ্রীনাথ এবং সংলগ্ন এলাকা থেকে দেড় টন বর্জ্য উদ্ধার করল প্রশাসন!

প্রশাসন সূত্রে খবর, এই পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে ‘পর্যাবরণ মিত্র’। ৫০ জনের একটি দল স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই কাজ করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১১:৪৪
Share:

বর্জ্য সাফাইয়ের কাজ চলছে বদ্রীনাথে। ছবি: সংগৃহীত।

১৭ নভেম্বর ছিল এই মরসুমে চারধাম যাত্রার শেষ দিন। পুণ্যযাত্রা শেষ হতেই চারধাম এবং সংলগ্ন এলাকাগুলি পরিষ্কারের কাজ শুরু হয়েছে। চারধাম যাত্রায় এ বছরে ৪৭ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর। গত মে মাস থেকে শুরু হয়েছে এই পুণ্যযাত্রা। প্রশাসন সূত্রে খবর, ১২ মে থেকে ১৭ নভেম্বর পর্যন্ত শুধু বদ্রীনাথেই পুণ্যার্থীর এসেছিলেন প্রায় সাড়ে ১৪ লক্ষ। অন্য দিকে, কেদারনাথে সাড়ে ১৬ লক্ষেরও বেশি।

Advertisement

পুষ্কর সিংহ ধামির সরকার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন। আর এ বছরে পরিচ্ছন্নতা নিয়েও পুণ্যার্থীদের মধ্যে প্রচার চালানো হয়। তাই চারধামকে বর্জ্যমুক্ত করতে পুণয্যাত্রা শেষ হতেই পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে ‘পর্যাবরণ মিত্র’। ৫০ জনের একটি দল স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই কাজ করছে। মূলত ব্রহ্ম কপাল, অষ্ট পথ, তপ্ত কুণ্ড, মেন বাজার এবং মানা গ্রাম থেকেই দেড় টন বর্জ্য উদ্ধার হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে চারধাম থেকে মোট কত টন বর্জ্য উদ্ধার হয়েছে, সে সম্পর্কে স্পষ্ট কোনও হিসাব প্রকাশ করেনি প্রশাসন।

চারধাম যাত্রায় এই মরসুমে পুণ্যার্থী সমাগমের নিরিখে আগের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে বলেই দাবি প্রশাসনের। বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির হিসাব বলছে, বদ্রীনাথ ধামে এই মরসুমে ১৪ লক্ষ ৩৫ হাজার ৩৪১ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। কেদারনাথ ধামে এই মরসুমে এসেছিলেন ১৬ লক্ষ ৫২ হাজার ৭৬ পুণ্যার্থী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement