Traffic Jam at Mumbai-Nagpur Highway

মুম্বই-নাগপুর হাইওয়েতে পর পর গাড়ি বিকল হল গাড়ি! রাতভর আটকে গাড়িচালকেরা, কী কারণ?

জানা গিয়েছে, ওয়াশিম জেলার মালেগাঁও এবং বনোজা টোল প্লাজ়ার কাছে রাস্তায় পড়ে থাকা একটি লোহার বোর্ডে ধাক্কা খেয়ে একের পর এক গাড়ি বিকল হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১১:৩৯
Share:

মুম্বই-নাগপুর হাইওয়েতে

একের পর এক গাড়ি যাচ্ছে আর চাকা বিকল হয়ে থেমে যাচ্ছে। মুম্বই-নাগপুর হাইওয়েতে পড়ে থাকা একটি লোহার বোর্ডে ধাক্কা লেগে গাড়ি বিকল হতেই হুলস্থুল পড়ে যায়। একটি বা দু’টি নয়, ৫০টিরও বেশি গাড়ি বিকল হয়ে রাস্তায় আটকে যায়। আর তার জেরেই হাইওয়ের বিশাল অংশ জুড়ে যানজট সৃষ্টি। রাতভর হাইওয়েতে আটকে থাকার কারণে আতঙ্কও ছড়ায়।

Advertisement

জানা গিয়েছে, ওয়াশিম জেলার মালেগাঁও এবং বনোজা টোল প্লাজ়ার কাছে রাস্তায় পড়ে থাকা একটি লোহার বোর্ডে ধাক্কা খেয়ে একের পর এক গাড়ি বিকল হয়ে যায়। কী ভাবে সেই লোহার বোর্ড রাস্তায় এল, ভেঙে পড়ে গিয়েছে, না কি কেউ ইচ্ছাকৃত ভাবে রাস্তায় সেই বোর্ড ফেলে দিয়ে গিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, একের পর এক গাড়ি রাস্তায় বিকল হয়ে হাইওয়ে থমকে যাওয়ার পরেও কোনও রকম সহযোগিতা আসেনি পুলিশের তরফে। রাতভর হাইওয়েতেই অপেক্ষা করতে হয় গাড়িচালকদের।

এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে হাই-স্পিড করিডরে গাড়িচালকরা কি আদৌ নিরাপদ? ঘটনাচক্রে, গত জুনেই এই হাইওয়েতে জালনা জেলার কারওয়াঞ্চি গ্রামের কাছে দু’টি গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়। যার জেরে ছ’জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন চার জন। মুম্বই-নাগপুর সমৃদ্ধি হাইওয়ে ছয় লেনের। এই হাইওয়ের একটি অংশ দিয়ে আপাতত গাড়ি চলাচল করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement