ছবি: সংগৃহীত।
অগ্নিকাণ্ড উত্তর দিল্লির মুখার্জিনগরের পেয়িং গেস্টে। তবে দমকলের তৎপরতায় কিছু ক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। উদ্ধারও করা হয়েছে পেয়িং গেস্টে থাকা অন্তত ৩৫ মহিলাকে। দমকল সূত্রে খবর, ভিতরে আর কেউ আটকে নেই।
দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সিগনেচার আবাসন থেকে আগুন লাগার ফোন পান তারা। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ২০টি দমকলের ২০টি ইঞ্জিন পাঠানো হয়। কিছু ক্ষণের চেষ্টায় সেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। দমকল আধিকারিকেরা প্রাথমিক ভাবে মনে করছেন, সিঁড়ির কাছে বিদ্যুতের মিটার বোর্ড থেকে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বহুতলে।
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে মেরেকেটে সাড়ে তিন কিলোমিটার মুখার্জিনগর এলাকা। এই জায়গাটি প্রচুর কোচিং সেন্টার এবং পেয়িং গেস্ট রয়েছে। মূলত পড়ুয়ারাই পেয়িং গেস্টগুলিতে থাকেন।