Stabbing

কিশোরীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল জামিনে ছাড়া পাওয়া যুবকের বিরুদ্ধে

ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের ডাবুয়া কলোনিতে। অভিযুক্ত পবন ওই কলোনিতে থাকেন। সেই কলোনির এক কিশোরীকেই খুন করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৯:০৩
Share:

—প্রতীকী ছবি।

প্রতিবেশীর কন্যাকে বিয়ে করতে চান। কিন্তু সেই প্রস্তাবে রাজি ছিল না কিশোরী। সেই রাগে তাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্থানীয় এক তরুণের বিরুদ্ধে। পালাতক অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের ডাবুয়া কলোনিতে। অভিযুক্ত পবন ওই কলোনিতে থাকেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে তিনি প্রতিবেশীর বাড়িতে যান। বাড়িতে তখন একাই ছিল ওই কিশোরী। তার মা পরিচারিকার কাজ করেন। বাড়িতে একা পেয়ে কিশোরীকে উত্ত্যক্ত করতে থাকে অভিযুক্ত। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ, সে সময় আচমকাই ছুরি বার করে কিশোরীকে কোপাতে থাকেন পবন। তার জামা এবং ট্রাউজার্সে রক্ত লেগে যায়। সেই অবস্থাতেই পালান তিনি।

পবনকে এমন অবস্থায় দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। পবন বাড়ি ছাড়তেই কিশোরীর বাড়ি প্রবেশ করেন তাঁরা। দেখেন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই কিশোরী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর এপ্রিল মাসে পবনের নামে থানায় অভিযোগ করেছিলেন মৃতার মা। তাঁর অভিযোগ ছিল, কিশোরীকে বিয়ে করতে নাছোড়বান্দা ছিলেন পবন। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হন পবন। সেপ্টেম্বরে জামিন পেয়ে জেল থেকে বার হন তিনি। জামিনে থাকাকালীনই খুনের ঘটনা ঘটালেন পবন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement