National

কেন্দ্রীয় বাজেট পিছনোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে বিরোধীরা

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই কেন্দ্রীয় বাজেট পিছনোর দাবিতে সরব হল বিরোধীরা। ভোটারদের প্রভাবিত করতে কেন্দ্রীয় সরকার বাজেটকে ব্যবহার করতে পারে, এই যুক্তিতে তা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করল কংগ্রেস, তৃণমূল, সপা, বসপা, জেডিইউ এবং আরজেডি নেতৃত্ব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ১৩:২৪
Share:

নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন বিরোধী নেতৃত্ব। নিজস্ব চিত্র।

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই কেন্দ্রীয় বাজেট পিছনোর দাবিতে সরব হল বিরোধীরা। ভোটারদের প্রভাবিত করতে কেন্দ্রীয় সরকার বাজেটকে ব্যবহার করতে পারে, এই যুক্তিতে তা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করল কংগ্রেস, তৃণমূল, সপা, বসপা, জেডিইউ এবং আরজেডি নেতৃত্ব।

Advertisement

বুধবারই উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে পাঁচ রাজ্যে নির্বাচন। উত্তরপ্রদেশে ভোট সাত দফায়। মণিপুরে দু’দফায়। বাকি তিন রাজ্যে ভোট হবে এক দফায়। ফল প্রকাশ ১১ মার্চ। অর্থাত্ বাজেট ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই হবে প্রথম দফার নির্বাচন। আর এখানেই আপত্তি তুলেছে বিরোধীরা। সমাজবাদী পার্টির সাংসদ নরেশ অগ্রবালের দাবি, “সরকার বাজেটে জনমোহিনী প্রকল্প ঘোষণা করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করবে।” পুরনো নথি সামনে এনে কংগ্রেস মুখপাত্র অজয় কুমার বলেন, “পাঁচ বছর আগে উত্তরপ্রদেশের ভোটের জন্য বাজেট অধিবেশন এক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। এ বার তার অন্যথা হবে কেন?”

বিরোধীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদি। এ ব্যাপারে অতীতে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: পাঁচ রাজ্যে বিধানসভার লড়াই, প্রধানমন্ত্রীর পাখির চোখ কিন্তু উত্তরপ্রদেশ

তবে বিরোধীরা যা-ই বলুক, কোনও অবস্থাতেই বাজেট অধিবেশন পিছিয়ে দিতে নারাজ কেন্দ্র। বাজেট না পিছনোর স্বপক্ষে অর্থমন্ত্রীর যুক্তি, “দেখা গিয়েছে, বাজেটে ঘোষিত কোনও প্রকল্পের কাজ শুরু হতেই বেশ কয়েক মাস কেটে যায়। সে জন্যই বাজেট এগিয়ে আনা হচ্ছে। আর তা ছাড়া ২০১৪ সালে ভোটের আগেই বাজেট পেশ করা হয়েছিল।”

সংসদে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা চলতি মাসের ৩১ তারিখ। সেই দিনই আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ হওয়ার কথা। এত দিন পর্যন্ত দু’টি আলাদা দিনে পেশ করা হত কেন্দ্রীয় বাজেট এবং রেল বাজেট। গত সেপ্টেম্বরে শতাব্দী প্রাচীন এই প্রথা বন্ধ করে একই দিনে দুই বাজেট পেশ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এত দিন প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ দিন বাজেট পেশ করত কেন্দ্র। এ বার তা এগিয়ে এনে ১ ফেব্রুয়ারি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement