কালকের তালা খুলল আজ! ফের একই পদে নিযুক্ত হলেন দিল্লি সরকারের কর্মিবর্গ দফতরের সচিব অনিন্দ্য মজুমদার। সচিব নিয়োগের প্রশ্নে সুর নরম করলেও উপরাজ্যপাল নজীব জঙ্গের বিরুদ্ধে জেহাদ অবশ্য পুরোদস্তুর জারি রেখেছে ‘টিম কেজরীবাল’। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল আজ সপার্ষদ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে জঙ্গের বিরুদ্ধে সরকারের কাজে অবাঞ্ছিত হস্তক্ষেপের অভিযোগ জানান। কেজরীবালদের আগেই এ দিন রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জঙ্গ। অর্থাৎ অস্থায়ী সচিব নিয়োগ প্রশ্নে জঙ্গ-কেজরীবাল লড়াই পূর্ণমাত্রায় জারি রয়েছে।
তবে অনিন্দ্যবাবুকে পুনর্বহাল করে এ দিন কিছুটা হলেও সুর নরমের ইঙ্গিত দিয়েছেন কেজরীবাল। মুখ্যমন্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও অস্থায়ী মুখ্যসচিব শকুন্তলা গামলিনের নিয়োগপত্র জারি করায় রোষের মুখে পড়তে হয় অনিন্দ্যবাবুকে। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। অনিন্দ্যবাবু যাতে ঢুকতে না পারেন, সে জন্য তাঁর দফতরে তালা লাগিয়ে দেওয়ারও নির্দেশ দেন কেজরীবাল। আজ অবস্থান পাল্টাতে হয় মূলত আমলা মহলে ক্ষোভের কারণে। খোলা হয় অনিন্দ্যবাবুর দফতরের তালা। রাষ্ট্রপতির কাছে কেজরীবালরা জানান, সরকারকে পুরোপুরি এড়িয়ে জঙ্গ আমলা নিয়োগ করেছেন। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার অভিযোগ, ‘‘জঙ্গ যে ভাবে সক্রিয় রয়েছেন তা দেখে মনে হচ্ছে দিল্লিতে যেন রাষ্ট্রপতি শাসন চলছে। এমন প্রবণতা গণতন্ত্রের পক্ষে অশুভ।’’
নজীব জঙ্গ তার আগেই রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেছেন, কেন ও ঠিক কোন পরিস্থিতিতে তিনি ওই নিয়োগ করতে উদ্যোগী হয়েছিলেন। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রককে জঙ্গ জানিয়েছেন, প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষার পরেও দিল্লি সরকার অস্থায়ী মুখ্যসচিব নিয়োগের ব্যাপারে কোনও সিদ্ধান্ত তাঁকে জানাতে পারেনি। তাই বাধ্য হয়েই তাঁকে পদক্ষেপ করতে হয়।
আগামী কাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এ নিয়ে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ। বিষয়টি নিয়ে জটিলতা কাটাতে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেলের মতামত চেয়েছে কেন্দ্রীয় সরকার। তবে তারই মধ্যে আমলা নিয়োগের ব্যাপারে অহেতুক বিতর্ক সৃষ্টি করার পিছনে দিল্লি সরকারের প্রকৃত মনোভাব নিয়ে এ দিন প্রশ্ন তোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর মতে ‘‘আপ শিবিরকে ক্ষমতায় এনে দিল্লিবাসীকে এখন তার দাম চোকাতে হচ্ছে। জেটলির পরামর্শ, ‘‘বিপুল জনাদেশ নিয়ে আপ ক্ষমতায় এসেছে। দিল্লির মানুষ বিতর্ক নয়, সুশাসন চায় এটা বুঝতে হবে কেজরীবালদের।’’
আমলা নিয়োগ নিয়ে এই লড়াইয়ে কেজরীবালরা পাশে পেয়েছেন প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিংহকে। তাঁর মতে, ‘‘মুখ্যসচিব নিয়োগে উপরাজ্যপাল এ ভাবে একতরফা সিদ্ধান্ত নিতে পারেন না।’’