ফাইল চিত্র।
মশা মারতে একেবারে কামানটাই দাগলেন তিনি! মশার বংশ ধ্বংস করতে সোজা সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হলেন। কিন্তু সব সমস্যার সমাধান কি আর সুপ্রিম কোর্টের হাতে রয়েছে? শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এমন নিদান একমাত্র ঈশ্বরের পক্ষেই দেওয়া সম্ভব! মামলার ‘রায়’ নিজের পক্ষে না যাওয়ায় হতাশ হয়ে ফিরতে হয়েছে অভিযোগকারীকে। ঘটনাটি ঘটে শুক্রবার।
মশাতে অতিষ্ট দানেশ লেশধ্যান দেশ থেকে মশার বংশ চিরতরে ধ্বংস করার জন্য সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য তুলে ধরে তিনি জানান, প্রতি বছর সারা বিশ্বে শুধুমাত্র মশার কামড়ে হওয়া বিভিন্ন রোগের জন্য ৭ লক্ষ ২৫ হাজার মানুষের মৃত্যু হয়। এই সমস্যার কোনও স্থায়ী সমাধান এখনও মেলেনি। তাই তিনি চান সুপ্রিম কোর্ট যেন এই বিষয়ে হস্তক্ষেপ করে। প্রতিটা রাজ্যকে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে মশা নিধনের নির্দেশ দেয়। যাতে মশাবাহিত রোগের কারণে মানুষের মৃত্যু আর না হয়।
আরও পড়ুন: ‘বাবার সঙ্গে হানিপ্রীতকে নগ্ন অবস্থায় দেখেছি’
দানেশ লেশধ্যানের এই সওয়াল শুনে তাজ্জব হয়ে যান বিচারপতিরা। রায়ের বদলে মামলাকারীকে বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তের বেঞ্চ বলেন, ‘‘এটা একমাত্র ঈশ্বরই পারেন। আমরা ঈশ্বর নই, তাই এমন কাজ করতে বলবেন না।’’
কারণ প্রতি ঘরে ঘরে গিয়ে মশা-মাছি দূর করতে বলা তাঁদের পক্ষে সম্ভব নয় বলে জানান ওই দুই বিচারপতির বেঞ্চ।