Himanta Biswa Sarma

‘সেনা নামিয়ে মণিপুরে কোনও ফল মিলবে না’, রাহুলের ‘সমাধানসূত্র’ খারিজ করলেন হিমন্ত

গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের প্রশ্ন, ‘‘সেনা নামিয়ে মণিপুরের সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করাই কি শান্তি ফেরানোর জন্য রাহুলের ‘প্রেসক্রিপশন’?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১২:০০
Share:

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘দাবি’ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, ‘‘মণিপুরে সমস্যার সৃষ্টি হয়েছে জাতিগত সংঘাত থেকে। সেনাবাহিনী সেখানে কিছুই করতে পারবে না। বুলেট নয়, সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে হৃদয় থেকে।’’

Advertisement

রাহুল শুক্রবার সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ‘‘ভারতীয় সেনাকে দায়িত্ব দিলে দু’দিনে মণিপুরে অশান্তি বন্ধ হয়ে যাবে। কিন্তু কেন্দ্রীয় সরকার সে পথে হাঁটেনি। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুরের আগুন নেভানোর সদিচ্ছা নেই।’’ গুয়াহাটিতে সাংবাদিক বৈঠকে রাহুলকে কটাক্ষ করে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্তের প্রশ্ন, ‘‘সেনাকে নামিয়ে মণিপুরের সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করাই কি শান্তি ফেরানোর জন্য রাহুলের ‘প্রেসক্রিপশন’?’’

গত ৩ মে থেকে উত্তর-পূর্বাঞ্চলের ওই বিজেপি শাসিত রাজ্যে ধারাবাহিক হিংসায় দেড়শোর বেশি প্রাণহানি আর হাজার হাজার মানুষ ঘরছাড়া হওয়ার পরেও যে মোদী সেখানে যাননি, সে কথা মনে করিয়ে দিয়ে শুক্রবার রাহুল বলেছিলেন, ‘‘ওঁর না যাওয়ার কারণটা আমি জানি। কিন্তু প্রকাশ্যে বলতে চাই না।’’ হিমন্তের জবাব, ‘‘ওঁরা প্রথমে দাবি করেছিলেন মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে। লোকসভায় প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আবার অন্য কথা বলা হচ্ছে। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement