ক্ষমাপ্রার্থী ওম পুরী

ভারতীয় সেনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রবীণ অভিনেতা ওম পুরীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন এক আইনজীবী। যার জেরে বুধবার তিনি বললেন, ‘‘আমি ক্ষমাপ্রার্থী।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০৩:৪৭
Share:

ভারতীয় সেনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রবীণ অভিনেতা ওম পুরীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন এক আইনজীবী। যার জেরে বুধবার তিনি বললেন, ‘‘আমি ক্ষমাপ্রার্থী।’’ উরিতে জঙ্গি হামলার প্রেক্ষিতে পাক অভিনেতাদের নিষিদ্ধ করেছে ইন্ডিয়ান মোশন পিকচার ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশন (ইম্পা)। সেই নিয়ে একটি টিভি বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে এই অভিনেতা বলেন, ‘‘সেনায় যোগ দিতে কাউকে কি বাধ্য করা হয়েছে?’’ এই মন্তব্যের জেরে ভারতীয় সেনাকে অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।আজ ওম পুরীর প্রতিক্রিয়া, ‘‘যা বলেছি তা নিয়ে আমি অত্যন্ত লজ্জিত। আমার শাস্তি হওয়া উচিত। উরিতে শহিদ জওয়ানদের পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি সেনাবাহিনী ও দেশের কাছেও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement