মেরুকরণের বিরুদ্ধে সরব যোগীর মন্ত্রী

গোষ্ঠী সংঘর্ষে সাধারণ মানুষের মৃত্যু হয়, নেতারা মারা যান না কেন— জনসভায় এই প্রশ্ন তুললেন উত্তরপ্রদেশের মন্ত্রী ও পি রাজভড়।

Advertisement

সংবাদ সংস্থা

আলিগড় শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:১৩
Share:

যোগী আদিত্যনাথ

গোষ্ঠী সংঘর্ষে সাধারণ মানুষের মৃত্যু হয়, নেতারা মারা যান না কেন— জনসভায় এই প্রশ্ন তুললেন উত্তরপ্রদেশের মন্ত্রী ও পি রাজভড়। গত কালই এনডিএ ছাড়ার হুমকি দিয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের বিজেপি শরিক সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা রাজভড় সমাজে বিভেদ ছড়ানোর অভিযোগ এনে আজ ফের কাঠগড়ায় তুললেন যোগী আদিত্যনাথের দলকে।

Advertisement

আলিগড়ের এক সভায় রাজভড়ের মন্তব্য, ‘‘সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনাগুলিতে কখনও কি কোনও বড় নেতা নিহত হয়েছেন?... নেতারা কেন মারা যাননি?’’ এর পরেই জনতার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘‘ধর্মের ভিত্তিতে আপনাদের যারা লড়াতে চান, তাঁদের গায়ে আগুন লাগান। তখনই ওঁরা বুঝবেন।

আর অন্যের গায়ে আগুন লাগানোও বন্ধ করবেন।’’

Advertisement

ফৈজাবাদ, মোগলসরাইয়ের নাম বদল নিয়ে যোগী যে পদক্ষেপ করছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজভড়। তাঁর দাবি, প্রথমে মুখতার আব্বাস নকভি, শাহনাওয়াজ হোসেনের মতো দলের মুসলিম নেতাদের নাম বদল করুক বিজেপি। তার পরেই জায়গার নাম বদলের চেষ্টা করুক। উত্তরপ্রদেশে বিজেপির প্রতি শরিক দলের নেতার হুঁশিয়ারি, লোকসভা ভোটে জোট না হলে রাজ্যের আশিটি আসনেই প্রার্থী দেবেন তাঁরা। বিজেপিকে যার ফল ভুগতে হবে। কালই তিনি হুমকি দিয়েছিলেন, বিজেপি চাইলে জোটে থাকবেন, না চাইলে নিজেই লড়বেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement