National News

ধর্ষণে অভিযুক্ত অলিম্পিয়ান শুটারকে দেখতে পেয়েই মার

তাঁর বিরুদ্ধে আগেই ধর্ষণের অভিযোগ এনেছিলেন জাতীয় পর্যায়ের এক শুটার। পুণেতে আয়োজিত ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে সেই অভিযুক্তকে হাতেনাতে পেয়ে উত্তম মধ্যম দিয়ে ছাড়লেন তিনি। কোনও রকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন অভিযুক্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ১৭:৪৩
Share:

অভিযুক্ত সঞ্জীব রাজপুত। ছবি: সংগৃহীত।

তাঁর বিরুদ্ধে আগেই ধর্ষণের অভিযোগ এনেছিলেন জাতীয় পর্যায়ের এক শুটার। পুণেতে আয়োজিত ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে সেই অভিযুক্তকে হাতেনাতে পেয়ে উত্তম মধ্যম দিয়ে ছাড়লেন তিনি। কোনও রকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন অভিযুক্ত।

Advertisement

সঞ্জীব রাজপুত। ইনি ভারতের এক জন অলিম্পিয়ান শুটার। অর্জুন পুরস্কার জয়ী। সাই-এ শুটিঙে কোচিংও করান। এই সঞ্জীব রাজপুতের বিরুদ্ধেই এ বছরের গোড়ার দিকে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই মহিলা শুটার। দিল্লির চাণক্যপুরী পুলিশ থানায় সঞ্জীব রাজপুতের নামে একটি এফআইআরও করেন তিনি। সেই এফআইআর-এ বলা হয়েছিল, সঞ্জীবের সঙ্গে অভিযোগকারিণীর দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন সঞ্জীব। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেননি।

শুক্রবার পুণেতে সঞ্জীব এবং ওই মহিলা শুটার দু’জনেই আলাদা আলাদা ভাবে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সঞ্জীব রাজপুত প্রতিযোগিতায় অংশ নিতে আসা মাত্রই মহিলা শুটার তাঁর দিকে তেড়ে যান। দু’জনের মধ্যে প্রচণ্ড তর্কাতর্কি হয়। তার পরই সঞ্জীবকে মারতে শুরু করে দেন ওই মহিলা। পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে বাঁচেন সঞ্জীব। ওই দিন ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে অংশগ্রহণ করার কথা ছিল সঞ্জীবের, কিন্তু এই ঘটনার ফলে ফাইনাল পর্বে অংশগ্রহণও হাতছাড়া হয়।

Advertisement

আরও খবর: দিল্লিতে মহিলা শুটারকে মাদক খাইয়ে ধর্ষণ, অভিযুক্ত অলিম্পিয়ান কোচ

শুক্রবার ওই ঘটনার পর মহিলা শুটার হিঞ্জেওয়াড়ি পুলিশ থানায় সঞ্জীবের নামে নতুন ভাবে অভিযোগ দায়ের করেন।

সঞ্জীব ২০১৪-য় নৌবাহিনীর কাজ ছেড়ে দেওয়ার পর স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-তে কোচিং শুরু করেন। দিল্লিতে মাঝে মধ্যেই অভিযোগকারিণীকে শুটিঙের কোচিং করাতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement