ওআইসি-র সম্মেলনে সন্ত্রাসবাদের সঙ্কট নিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের জোরালো বক্তৃতা করার পরেই মুসলিম মঞ্চ থেকে এল কাশ্মীর নিয়ে খোঁচা। ছবি: পিটিআই।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ গিয়েছেন বলে পাক বিদেশমন্ত্রী যাননি। তবে সুষমা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর সম্মেলনে সন্ত্রাসবাদের সঙ্কট নিয়ে জোরালো বক্তৃতা করার পরেই ওই মুসলিম মঞ্চ থেকে এল কাশ্মীর নিয়ে খোঁচা। গত কালই ওআইসি-তে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। তাতে ভারত পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়ে ভারতকে সংযত থাকারও অনুরোধ করা হয়েছে।
কাশ্মীর নিয়ে পাকিস্তানের দাবিকে মান্যতা দিয়ে ওআইসি-র প্রস্তাবে জন্মু-কাশ্মীরকে ‘ভারতের দখলে থাকা’ ভূখণ্ড বলে চিহ্নিত করা হয়েছে। সেখানে ‘মানবাধিকার লঙ্ঘনের ঘটনা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এ নিয়ে তাৎক্ষণিক কোনও বিরূপ প্রতিক্রিয়া না জানালেও ভারত স্পষ্ট জানিয়েছে, ‘‘জম্মু-কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অঙ্গ ও সেখানকার ঘটনা অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অবস্থানে কোনও বদল হচ্ছে না। তবে ওআইসি-র সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানানোটা ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’। আমরা এর প্রশংসা করছি।’’