পাসপোর্টের আবেদনে আর বাবা-মা, দু’জনের নাম লেখার প্রয়োজন নেই। কেবল বাবা, মা বা যে কোনও এক জন আইনস্বীকৃত অভিভাবকের পরিচয় দিলেই হবে। আজ এ কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। পাসপোর্ট পাওয়া নিয়ে আরও কিছু নয়া নিয়ম চালু করেছে নরেন্দ্র মোদী সরকার।
পাসপোর্ট সংক্রান্ত নিয়ম শিথিল করা নিয়ে কেন্দ্রের কাছে দীর্ঘদিন ধরেই দরবার করেছে বিভিন্ন শিবির। আবেদনে বাবা-মা, দু’জনের নাম উল্লেখ করা নিয়ে আইনি লড়াইও হয়েছে। কেন্দ্রের নয়া নিয়মে সুবিধে পেলেন ‘সিঙ্গল পেরেন্টরা’। সরকারি সূত্রে খবর, অভিভাবকের নামের বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছিল কমিটি।
এখন আর বিবাহবিচ্ছিন্ন দম্পতিকে আবেদনে প্রাক্তন স্বামী বা স্ত্রী-র নাম লিখতে হবে না। দিতে হবে না ডিভোর্সের ডিক্রির প্রতিলিপিও। অন্য দিকে বিবাহিতদের দিতে হবে না বিয়ের শংসাপত্র। অনাথ আশ্রমে বড় হওয়া আবেদনকারীরা সংশ্লিষ্ট আশ্রমের প্রধানের শংসাপত্র নিয়ে আবেদন করতে পারবেন। সাধু-সন্ন্যাসীরা বাবা-মায়ের বদলে লিখতে পারবেন গুরুর নাম।
তবে জন্মতারিখ নিয়ে নিয়ম বদলকে এর চেয়ে বড় পরিবর্তন বলে মনে করছেন অনেকে। এত দিন জন্মতারিখ প্রমাণ করতে কেবল জন্মের শংসাপত্র জমা দেওয়া যেত। কিন্তু এখন প্যান, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথিও গ্রাহ্য হবে।
সরকারি কর্মীরা অনেক ক্ষেত্রে পাসপোর্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রক বা দফতরের ছাড়পত্র পান না। এখন তাঁরা সেই ছাড়পত্র ছাড়াও আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে তাঁদের একটি চিঠি দিয়ে জানাতে হবে যে, পাসপোর্টের আবেদন করার কথা অফিসে জানিয়েছেন।