মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। — ফাইল চিত্র।
গুয়াহাটি, ১৪ মার্চ: আইন বলবৎ হওয়ার পরে চার দিন কেটে গেলেও সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পোর্টালে এখনও অসমের একজনও আবেদন করেননি।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘‘এই আইনের অসমে কার্যত গুরুত্বই নেই। কারণ ইতিমধ্যেই রাজ্যে এনআরসি নবীকরণ প্রক্রিয়া চলেছে। সেখানে যাঁরা আবেদন জানাননি, তাঁদের কেউ নিশ্চয়ই আবার নতুন করে সিএএ-র মাধ্যমে নাগরিক হওয়ার আবেদন জানাবেন না।’’
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। সংগঠনের সভাপতি পলাশ চাংমাই জানান, সিএএ-র বিরুদ্ধে দেশের শতাধিক সংগঠন মামলা করলেও কোভিডের জন্য শুনানি বন্ধ হয়ে যায়। বিচারাধীন থাকা সত্ত্বেও কেন্দ্র আইন বলবৎ করে আইনবিরুদ্ধ কাজ করেছে।
সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ)-তে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছে বলে উদ্বেগ জানায় শিলচরের নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির কর্মকর্তারা।