Stunt

Noida: অজয় দেবগণের ‘গোলমাল’ ছবির অনুকরণে দু’টি চলন্ত গাড়ির মাঝে দাঁড়িয়ে কেরামতি, ধৃত যুবক

পুলিশ জানিয়েছে, রাস্তার মধ্যে দু’টি চলন্ত এসইউভির বনেটে দু’পা রেখে দাঁড়িয়ে ছিলেন রাজীব। ভিডিয়োর সূত্র ধরে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৮:১৫
Share:

এই কেরামতি দেখাতে গিয়েই ধৃত রাজীব। ছবি সৌজন্য টুইটার।

জীবনের ঝুঁকি নিয়ে দু’টি চলন্ত গাড়ির মাঝে দাঁড়িয়ে স্টান্ট করতে গিয়ে গ্রেফতার হলেন নয়ডার এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজীব। অজয় দেবগণ অভিনীত ‘গোলমাল’ ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে নায়ককে এ ভাবেই স্টান্ট করতে দেখা গিয়েছিল। অনুকরণ করে স্টান্ট করতে গিয়ে নিজেরই বিপদ ডেকে আনলেন রাজীব।

পুলিশ জানিয়েছে, রাস্তার মধ্যে দু’টি চলন্ত এসইউভির বনেটে দু’পা রেখে দাঁড়িয়ে ছিলেন রাজীব। সেই স্টান্টের ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজীবের খোঁজে নামে পুলিশ। শুধু এসইউভি নয়, বাইক নিয়েও ভিড় রাস্তায় স্টান্ট করতেও দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়োর সূত্র ধরেই রাজীবকে নয়ডায় সোরাখা গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

যে এসইউভি-তে স্টান্ট করেছিলেন রাজীব সেই গাড়ি দু’টি আটক করেছে পুলিশ। তাঁর বাইকও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, একটি এসইউভি রাজীবের পরিবারের। অন্যটি তাঁর এক আত্মীয়ের। মোটর ভেহিকলস আইনে রাজীবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement