সংক্ষিপ্ত উড়ানে মহারাজার মেনু থেকে বাদ আমিষ

এয়ার ইন্ডিয়ার ডোমেস্টিক ফ্লাইটে শেষ হচ্ছে নন ভেজ মিলের জমানা। সেই সঙ্গে বিদায় নিচ্ছে চা-কফিও। নতুন বছরের ১ জানুয়ারি থেকেই ৬০ থেকে ৯০ মিনিটের উড়ানে আর পাতে পরবে না আমিষ খাবার। গত ২৩ ডিসেম্বর এই সংক্রান্ত সার্কুলার জারি করা করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৫ ১৬:২২
Share:

এয়ার ইন্ডিয়ার ডোমেস্টিক ফ্লাইটে শেষ হচ্ছে নন ভেজ মিলের জমানা। সেই সঙ্গে বিদায় নিচ্ছে চা-কফিও। নতুন বছরের ১ জানুয়ারি থেকেই ৬০ থেকে ৯০ মিনিটের উড়ানে আর পাতে পরবে না আমিষ খাবার। গত ২৩ ডিসেম্বর এই সংক্রান্ত সার্কুলার জারি করা করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Advertisement

এক এয়ার ইন্ডিয়া আধিকারিকের কথায়, ‘‘সংক্ষিপ্ত সময়ের উড়ানে যাত্রীদের পছন্দমতো অত বেছে বেছে খাবার যোগানোর সময় আমাদের থাকে না। ওই টুকু সময়ের জন্য আমিষাশিদের গরম গরম নিরামিষ খাবার খেতে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না।’’

আরও পড়ুন- পিএফের টাকা তোলা সহজ হয়ে গেল, জেনে নিন কী ভাবে

Advertisement

ব্রেকফাস্ট- ভোর ৫টা ৩০ থেকে সকাল ৯টা ৩০

হাই টি- সকাল ৯টা ৩০ থেকে ১১টা ৩০ এবং বিকেল ৩টে থেকে সাড়ে ৬টা

লাঞ্চ- দুপুর ১২ টা থেকে ২টা ৩০

ডিনার- সন্ধে ৬টা ৩০ থেকে রাত ১০টা ৩০

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement