আগেই জানিয়ে ছিলেন তিনি পদত্যাগ করবেন না। প্রয়োজনে সংসদে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। বুধবার সেই নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলির বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধীরা। মঙ্গলবারই নেপাল সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছেন মাওবাদীরা। ফলে সংখ্যালঘু হয়ে পড়েছে ওলির সরকার। গত নভেম্বরে ওলির দলের সঙ্গে জোট বেঁধে সরকারে যোগ দিয়েছিল সিপিএন (মাওয়িস্ট সেন্টার)। এর পর গত মে মাসে করা নয় দফা চুক্তি রূপায়ণে গড়িমসি করছে ওলির সরকার, এই অভিযোগ তুলে মঙ্গলবারই সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে তারা। মাওবাদী নেতা পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড এই অভিযোগের বিষয়ে ওলিকে একটি চিঠিও লিখেছেন। এ দিন ওলির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে সিপিএন (মাওয়িস্ট সেন্টার), নেপালি কংগ্রেস এবং সিপিএন-ইউনাইটেড।