Nitish Kumar

আরজেডি-র দাবি ওড়ালেন নীতীশ

বিজেপির সঙ্গ ছেড়ে নীতীশের উচিত তেজস্বীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়ে নিজে কেন্দ্রের রাজনীতিতে বিজেপি-বিরোধী জোটে যোগ দেওয়া।

Advertisement

 সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ০৪:৪৫
Share:

নীতীশ কুমার

তাঁর দলের ১৭ জন বিধায়ক আরজেডি-র সঙ্গে যোগাযোগ রাখছে— এমন দাবি উড়িয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার।

Advertisement

অরুণাচলপ্রদেশে তাঁর দলের বিধায়করা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তেজস্বী যাদবের আরজেডি ও তাদের জোটসঙ্গী কংগ্রেস নীতীশকে বিজেপির সঙ্গ ছাড়ার আবেদন জানাচ্ছে। নীতীশ সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার পরে বুধবার আরজেডি-র প্রবীণ নেতা শ্যাম রজক দাবি করেন, জেডিইউ-র ১৭ জন বিধায়ক বিজেপির বিরোধিতা করে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ২৪৩ আসনের বিহার বিধানসভায় শাসক এনডিএ জোটের ১২৫ জন বিধায়ক রয়েছেন, যার মধ্যে নীতীশের দল জেডিইউ-এর সদস্য সংখ্যা মাত্র ৪৩। আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলির মোট সদস্য সংখ্যা ১১০ (আরজেডি ৭৫, কংগ্রেস ১৯ এবং বামেরা ১৬)। সংখ্যায় কমজোর হওয়া নীতীশের উপরে বিজেপি নেতারা নানা রকম চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ। তবে রজকের দাবি উড়িয়ে নীতীশ বলছেন, “কেউ ওদের সঙ্গে যোগাযোগ রাখছে না। বিরোধীরা ভিত্তিহীন কথা বলছেন।”

এর আগে আরজেডি নেতা উদয়নারায়ণ চৌধুরী বলেছিলেন, বিজেপির সঙ্গ ছেড়ে নীতীশের উচিত তেজস্বীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়ে নিজে কেন্দ্রের রাজনীতিতে বিজেপি-বিরোধী জোটে যোগ দেওয়া। সে ক্ষেত্রে নীতীশকে প্রধানমন্ত্রী হতে সমর্থন করবে আরজেডি। বিজেপি অবশ্য বলছে, নীতীশের সঙ্গে তাদের জোটে কোনও সমস্যা নেই। বিরোধীরা চেষ্টা করেও এই জোটে ফাটল ধরাতে পারবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement