টাকা দিচ্ছে না কেন্দ্র, অভিযোগ নীতীশের

বিহারের উন্নয়নে কেন্দ্রের বিজেপি সরকার বিমাতৃসুলভ আচরণ করছে বলে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভোট এগিয়ে আসতেই ক্রমশ কেন্দ্রীয় সরকারের বিষয়ে সরব হতে শুরু করেছেন নীতীশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ২২ জুলাই ২০১৫ ০৩:০১
Share:

বিহারের উন্নয়নে কেন্দ্রের বিজেপি সরকার বিমাতৃসুলভ আচরণ করছে বলে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভোট এগিয়ে আসতেই ক্রমশ কেন্দ্রীয় সরকারের বিষয়ে সরব হতে শুরু করেছেন নীতীশ। আজ পটনা শহরের বেলি রোডে রাজ্যের দীর্ঘতম উড়ালপুলের উদ্বোধন করতে গিয়ে কেন্দ্রের মনোভাব নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি। নীতীশের বক্তব্য, ‘‘কেন্দ্রায় সরকার বিহারের উন্নয়নে সাহায্য করছে না। জাতীয় সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য আমরা এক হাজার কোটি টাকা খরচ করেছি। কেন্দ্র সেই টাকা দেবে বলেছিল। কিন্তু এখনও এক টাকাও দেয়নি।’’

Advertisement

২০১২ সালের অক্টোবর মাসে বেলি রোডের উপরে চার লেনের উড়ালপুল তৈরির শিলান্যাস করেছিলেন নীতীশ কুমার। তখন বিজেপির সঙ্গে জোট বেঁধেই সরকার চালাচ্ছিলেন তিনি। ২.৭২ কিলোমিটার লম্বা এই উড়ালপুল তৈরি করার জন্য বরাদ্দ ধরা হয়েছিল ১৫৬ কোটি টাকা। তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিহার রাজ্য পুল নির্মাণ নিগমকে। ৩০ মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রায় সময় মতোই কাজ শেষ হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী। বিজেপি অবশ্য অভিযোগ করেছে, কাজ শেষ হওয়ার আগেই উড়ালপুলের উদ্বোধন করেছেন নীতীশ। রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন পূর্তমন্ত্রী নন্দকিশোর যাদব বলেন, ‘‘আমার আমলেই ওই পুলের কাজ শুরু হয়েছিল। গোটা পরিকল্পনাটাই আমাদের। এখনও কিছুটা কাজ বাকি রয়েছে। তা সত্ত্বেও নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার ভয়ে দ্রুত উদ্বোধন করে দিলেন নীতীশ কুমার। আমাকে অনুষ্ঠানে ডাকা তো দূরের কথা, স্থানীয় বিধায়ককে পর্যন্ত নিমন্ত্রণ করা হয়নি।’’

এই উড়ালপুলের ফলে পটনা-দানাপুরের মধ্যে যাতায়াত অনেকটা সহজ হবে। বেশির ভাগ সময়ে বেলি রোডের এই অংশে যানজট থাকে। তার থেকে মানুষ কিছুটা হলেও মুক্তি পাবেন বলে রাজ্য প্রশাসনের কর্তাদের আশা। এক সঙ্গে প্রায় হাজার গাড়ি আসা-যাওয়া করতে পারবে। উড়ালপুলের রক্ষণাবেক্ষণ এবং নিচে পার্কিংয়ের দায়িত্বও দেওয়া হয়েছে পুল নির্মাণ নিগমকেই। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের বর্তমান পূর্তমন্ত্রী রাজীবরঞ্জন সিংহ ওরফে লালন সিংহ এবং দফতরের প্রধান সচিব অরুণ কুমার অনুষ্ঠানে হাজির ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement