National News

নীতীশ কাটারা খুনের মামলায় বিকাশ-বিশালের ২৫ বছরের জেল

নীতীশ কাটারা হত্যা মামলায় দোষী বিকাশ ও বিশাল যাদবের ২৫ বছরের কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট। ওই দু’জনের সঙ্গী সুখদেব পালোয়ানকে ২০ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ১৩:২৭
Share:

নীতীশ কীটারা।

নীতীশ কাটারা হত্যা মামলায় দোষী বিকাশ ও বিশাল যাদবের ২৫ বছরের কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট। ওই দু’জনের সঙ্গী সুখদেব পালোয়ানকে ২০ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

পরিবারের ‘সম্মানরক্ষার্থে’ নিজের বোনের প্রেমিক নীতীশ কাটারাকে অপহরণ করে খুন করার দায়ে গত বছর ফেব্রুয়ারিতে বিকাশ ও বিশাল যাদবকে একই সাজা শুনিয়েছিল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি, প্রমাণ লোপাটের জন্য সুখদেব-সহ ওই দু’জনের অতিরিক্ত পাঁচ বছরের সাজা শোনায় আদালত। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিল বিকাশরা। কিন্তু, সোমবার শীর্ষ আদালতের রায়ে ওই একই সাজা বহাল রাখা হয়েছে। তবে দোষীদের অতিরিক্ত পাঁচ বছরের কারাবাস করতে হবে না। শীর্ষ আদালত জানিয়েছে, এর পরিবর্তে নিজেদের কারাবাসের সঙ্গেই ওই পাঁচ বছরের সাজা কাটবে দোষীরা। এ দিনের রায়ের পর নীতীশের মা নীলম কাটারা জানিয়েছেন, মামলার রায়ে তিনি সন্তুষ্ট।

বছর পঁচিশের বিজনেস এগ্‌জিকিউটিভ নীতীশ কাটারাকে ২০০২-এ দিল্লির কাছে গাজিয়াবাদে পুড়িয়ে মারা হয়। দিল্লির প্রভাবশালী নেতা ডিপি যাদবের মেয়ে ভারতীর সঙ্গে নীতীশের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি দাদা বিকাশ যাদব ও তাঁর আত্মীয় বিশাল। একটি বিয়ের অনুষ্ঠানে ভারতী ও নীতীশকে অপহরণ করে তারা। নৃশংস ভাবে পিটিয়ে মেরে নীতীশের দেহে আগুন লাগিয়ে দেওয়া হয়। ২০১৪ সালে হাইকোর্টের রায়ে এটি ছিল ‘বিরল থেকে বিরলতম’ মামলা।

Advertisement

দোষী বিকাশ ও বিশাল যাদব।

এ দিন নীতীশের মা নীলম বলেন, “আমরা চেয়েছিলাম, দোষীদের ফাঁসির সাজা হোক। তবে আমি সন্তুষ্ট যে, আদালত একে কোনও সাধারণ খুনের ঘটনা বলে মেনে নেয়নি। বরং অর্থের নেশায় মত্ত প্রভাবশালীদের সম্মানরক্ষার্থে খুনের মামলা বলে আখ্যা দিয়েছে।”

আরও পড়ুন

কাঁধে রাইফেল হাতে ঝাড়ু, নয়া অবতার

খোলা আকাশ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement