National news

মূত্র ব্যাঙ্ক তৈরির প্রস্তাব গডকড়ীর! কেন জানেন?

এ দেশে চাষবাসের কাজে ইউরিয়ার চাহিদা বিপুল। সেই চাহিদা মেটাতে বিদেশ থেকে ইউরিয়া আমদানি করতে হয় প্রচুর পরিমাণে। সেই আমদানি কমাতে এ বার দেশেই হতে পারে ইউরিন ব্যাঙ্ক!

Advertisement

সংবাদ সংস্থা

নাগপুর শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ১৯:৫৭
Share:

নিতিন গডকড়ী। —ফাইল চিত্র।

আরও একটি ব্যাঙ্ক বাড়তে পারে ভারতে! ইউরিন ব্যাঙ্ক!

Advertisement

এ দেশে চাষবাসের কাজে ইউরিয়ার চাহিদা বিপুল। সেই চাহিদা মেটাতে বিদেশ থেকে ইউরিয়া আমদানি করতে হয় প্রচুর পরিমাণে। সেই আমদানি কমাতে এ বার দেশেই হতে পারে ইউরিন ব্যাঙ্ক! মানুষের মূত্র জমিয়েই সেই ব্যাঙ্ক বানানো হবে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। তবে সবটাই এখনও সরকারি স্তরে ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: প্রেমে ব্যর্থ, কেরোসিন ঢেলে তরুণীকে পুড়িয়ে মারল বন্ধু

Advertisement

সোমবার টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিতিন গডকড়ী এ কথা বলেছেন।

গডকড়ীর বক্তব্য, অব্যবহৃত রেচন পদার্থ দিয়ে যদি দেশের ভিতরেই বিপুল পরিমাণে ইউরিয়া তৈরি করা সম্ভব হয়, তা হলে ভারতের খরচও অনেকটাই কমবে। আর কৃষকেরা আরও কম দামে ইউরিয়া কিনে তা সার হিসাবে ব্যবহার করতে পারবেন।

গডকড়ী বলেন, ‘‘মানুষের মূত্রে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। যার কোনও সদ্ব্যবহার হয় না। আমরা ইতিমধ্যেই ফসফরাস এবং পটাশিয়ামের জৈব বিকল্প পেয়ে গিয়েছি। এ বার নাইট্রোজেনকে কাজে লাগিয়ে ইউরিয়া তৈরি করতে পারলে গাছের বাড়-বৃদ্ধির জন্য আরও ভাল সার তৈরি করতে পারব।’’ তাই প্রতিটা তহশিলে একটা করে ইউরিন ব্যাঙ্ক গড়ে তুলতে চান গডকড়ী।

ইউরিন ব্যাঙ্কের জন্য তো মানুষের মূত্র লাগবে প্রচুর পরিমাণে। অত মূত্রের জোগান সম্ভব হবে কী ভাবে?

তার জন্য কৃষকদের সাহায্য চেয়েছেন গডকড়ী। তিনি কৃষকদের বলেছেন ১০ লিটারের একটি প্লাস্টিক পাত্রে মূত্র সংগ্রহ করে নিকটবর্তী তহশিল কেন্দ্রে নিয়ে যেতে। সেই কাজে উৎসাহ বাড়াতে প্রতি লিটার মূত্র-পিছু কৃষকদের ১ টাকা করে দেবে সরকার। মূত্র রাখার জন্য নির্দিষ্ট পাত্রও সরকারের তরফ থেকে কৃষকদের বিনামূল্যে দেওয়া হবে।

তবে সব কিছুর আগে সুইডিশ বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে নাগপুরের ধাপেওয়ারা গ্রামের পরীক্ষাগারে ইউরিয়া বানানো হবে। ঠিকঠাক থাকলে তবেই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement