খুচরো ব্যবসায় ৫১ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে বিজেপির অন্দরে বিতর্ক শুরু হয়েছিল আগেই। তাতে জড়িয়ে পড়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এ বার ঢুকে পড়লেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামনও। বৃহস্পতিবার এক সাক্ষাত্কারে তিনি জানান, এই নীতি প্রত্যাহারের বিষয়টি সরকার বিবেচনা করবে।
ইউপিএ আমলে খুচরো ব্যবসায় ৫১ শতাংশ পর্যন্ত বিদেশি লগ্নির যে নীতি গৃহীত হয়, তার বিরুদ্ধে জোর গলায় প্রতিবাদ করে বিজেপি। এর বড় কারণ, ছোট ও মাঝারি ব্যবসায়ীরা অনেকেই বিজেপির সমর্থক। কিন্তু ক্ষমতায় আসার পরে দলীয় নেতৃত্ব বুঝতে পারেন, সংস্কার চালিয়ে নিয়ে যেতে গেলে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু এই নিয়ে বাধা আসে দলের মধ্যে থেকেই। অরুণ জেটলিকেও এই সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয়। জেটলি জানান, বিজেপি এই সিদ্ধান্ত কোনও দিনই সমর্থন করেনি। যদিও তিনি নিজের মত স্পষ্ট করেননি।
নির্মলা কিন্তু পরিষ্কার জানিয়ে দেন, ‘‘বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসার কোনও প্রস্তাবকে কখনওই আমরা সমর্থন করব না।’’ তিনি স্পষ্ট করে দেন, বিদেশি সংস্থাগুলিকে ভারতে সুপারমার্কেট খুলতে দেওয়ার কোনও প্রশ্ন নেই। এবং ই-কমার্সের ফাঁক গলে খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি যাতে ঢুকে না পড়তে পারে, সেই ব্যাপারটিও নিশ্চিত করা হবে বলে তিনি জানান।