Nirmala Sitharaman

১২ লক্ষের উপরে আয়ে মিলবে ‘বাড়তি সুরাহা’

বাজেটে মধ্যবিত্তদের মূলত দু’ভাবে আয়করে সুরাহা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এক, নতুন আয়কর ব্যবস্থা। করের হারে রদবদল করে। দুই, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে যে পরিমাণ আয়করের বোঝা চাপে, তাতে ছাড় বা ‘রিবেট’ দিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ০৭:০২
Share:
নির্মলা সীতারামন।

নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

মধ্যবিত্তকে সুরাহা দিয়ে বাজেটে ঘোষণা হয়েছিল, বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়, তাঁদের কোনও আয়কর দিতে হবে না। আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, যাঁদের আয় ১২ লক্ষ টাকার থেকে সামান্য বেশি, তাঁদের জন্যও ‘সামান্য বাড়তি সুরাহা’ বা ‘মার্জিনাল রিলিফ’ দেওয়া হবে। যাতে কারও আয় ১২ লক্ষ টাকার সামান্য বেশি হলেও, তাঁকে মোটা টাকা আয়কর গুনতে না হয়।

Advertisement

আজ লোকসভায় অর্থ বিল নিয়ে আলোচনার জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, যদি কারও আয় বছরে ১২ লক্ষ ১০ হাজার টাকা হয়, তা হলে তাঁকে মাত্র ১০ হাজার টাকা আয়কর দিতে হবে। ‘মার্জিনাল রিলিফ’ না থাকলে তাঁকে ৬১,৫০০ টাকা আয়কর গুনতে হত। একই ভাবে কারও আয় যদি ১২ লক্ষ ২০ হাজার টাকা হয়, তা হলে তাঁকে মাত্র ২০ হাজার টাকা আয়কর দিতে হবে। ‘মার্জিনাল রিলিফ’ না থাকলে ৬৩,৫০০ টাকা আয়কর দিতে হত।

বাজেটে মধ্যবিত্তদের মূলত দু’ভাবে আয়করে সুরাহা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এক, নতুন আয়কর ব্যবস্থা। করের হারে রদবদল করে। দুই, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে যে পরিমাণ আয়করের বোঝা চাপে, তাতে ছাড় বা ‘রিবেট’ দিয়ে। ফলে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে যাতে কোনও আয়কর দিতে না হয়, সেই ব্যবস্থা করা হয়েছিল।
সংসদে প্রশ্ন উঠেছিল, যাঁদের আয় ১২ লক্ষ টাকার সামান্য বেশি, তাঁদের কি পুরো আয়কর গুনতে হবে? তা হলে কারও আয় ১২ লক্ষ টাকা থেকে ১০-২০ হাজার টাকা বাড়লে মোটা টাকা আয়কর চাপার ফলে বাস্তবে আয় কমে যাবে!

Advertisement

অর্থমন্ত্রী আজ এ বিষয়েই আশ্বস্ত করেছেন। অর্থ মন্ত্রক সূত্রের ব্যাখ্যা, চাকরিজীবীদের ক্ষেত্রে ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। কারণ, তাঁরা ৭৫ হাজার টাকার ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’ পেয়ে থাকেন। বাকিদের ক্ষেত্রে ১২ লক্ষ টাকার উপরে ৭৫ হাজার টাকার বাড়তি আয় পর্যন্ত ‘মার্জিনাল রিলিফ’ থাকবে। যাঁদের আয় ১২ লক্ষ ৭৫ হাজার টাকা, তাঁদের ৭১,৫০০ টাকা আয়কর গুণতে হবে। এ ক্ষেত্রে ‘মার্জিনাল রিলিফ’-সহ ও ‘মার্জিনাল রিলিফ’ ছাড়া আয়করের পরিমাণ সমান। এর পর থেকে স্বাভাবিক নিয়মে আয়করের হিসাব কষা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement