National news

জেলে আত্মহত্যার চেষ্টা নির্ভয়া কাণ্ডে ফাঁসির আসামির

আত্মহত্যার চেষ্টা করল নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি বিনয় শর্মা। বুধবার তিহার জেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। তবে নিরাপত্তারক্ষীদের চোখে পড়ায় তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। আপাতত সে সুস্থ রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ১১:৩১
Share:

—ফাইল চিত্র।

আত্মহত্যার চেষ্টা করল নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি বিনয় শর্মা। বুধবার তিহার জেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। তবে নিরাপত্তারক্ষীদের চোখে পড়ায় তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। সে হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত সে সুস্থ রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Advertisement

জেলে নিরাপত্তার অভাব বোধ করায় দিন কয়েক আগে জেল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছিল বিনয়। চিঠিতে সে লিখেছিল, তার সঙ্গে একই ঘরে থাকা বন্দিরা তার উপর অত্যাচার চালায়। কারণে-অকারণে তাকে বেধড়ক মারধর করে। নিরাপত্তারক্ষীদের চোখের সামনে সব ঘটনা ঘটলেও তারা নাকি কোনও সাহায্য করতেন না। তবে বিনয় কেন আত্মহত্যার চেষ্টা করল তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: দগ্ধ শরীর নয়, ভয় শুধু আইএস-কে

Advertisement

নির্ভয়ার দোষী বিনয় মৃত্যুর সাজাপ্রাপ্ত বন্দি। ২০১২ নির্ভয়া কাণ্ডে মোট এক নাবালক-সহ ৬ জনকে দোষী সাব্যস্ত কর আদালত। তাদের মধ্যে ২০১৩ সালে ৫ জনের মৃত্যুদণ্ড দেন বিচারক। সে বছরই এক দোষী রাম সিংহ তিহার জেলে আত্মহত্যা করে। ৩ বছর জেল খেটে মুক্তি পেয়ে গিয়েছে নাবালক অপরাধী। আর বিনয়-সহ বাকি তিন জন মৃত্যুদণ্ডের বিরোধিতা করে মামলা করেছে শীর্ষ আদালতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement