ওই দোষী নাবালকের মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ। ছবি: এএফপি।
রবিবারই মুক্তি পাবে নির্ভয়ার নাবালক দোষী। শুক্রবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে তার সাজা আর বাড়ানো হচ্ছে না।
তিন বছরের শাস্তি কাটিয়ে আইন অনুযায়ী আগামী রবিবার অর্থাৎ ২০ ডিসেম্বর রিমান্ড হোম থেকে ছাড়া পাওয়ার কথা ওই অপরাধীর। তবে হোমে থাকা অবস্থায় তার মৌলবাদী মনোভাব তৈরি হয়েছে বলে ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্ট দেয়। একই সঙ্গে নির্ভয়ার পরিবারও আশঙ্কা করে মুক্তি পেয়ে সে সমাজের ক্ষতি করতে পারে। এই অপরাধীর মুক্তি আটকাতে আদালতের কাছে আবেদন করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মনম স্বামী। এর পরেই আদালত রাজ্যের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠায়। ফলে এই অপরাধী আদৌ মুক্তি পাবে কি না তা নিয়ে যুক্তিতর্ক ক্রমশই বাড়ছিল। কিন্তু আদালতের বেধে দেওয়া সময়ের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে পারেনি রাজ্য।
আমার মেয়ের নাম জ্যোতি, ক্ষোভে ফেটে পড়লেন মা
জটিলতা বাড়ছে নাবালক ধর্ষকের মুক্তি নিয়ে
নির্ভয়ার নাবালক ধর্ষকের এখনই মুক্তি চায় না কেন্দ্র