পশ্চিমঘাট পর্বতমালার অঙ্গ নীলগিরির নাম কেন ‘নীলগিরি’ হল তার সঠিক উত্তর জানা না থাকলেও ১২ বছর পর পর নীলগিরি সত্যিই নীল হয়ে যায় ফুলে ফুলে। জেনে নেওয়া যাক এ সম্পর্কে কিছু তথ্য।
নীলগিরি ররাবরই পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। নীলগিরির প্রায় ৩২ বর্গ কিলোমিটার এলাকা প্রতি ১২ বছরে এক বার নীল রঙের ফুলে ঢেকে যায়। ১২ বছরঅন্তর এক বার করেই ফোটে এই ফুল।
নীল রঙের নীলকুরিঞ্জি ফুলে ভরে ওঠে নীলগিরির গোটা পাহাড়ি উপত্যকা। নীলকুরিঞ্জি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ যা তামিলনাডু, কর্নাটক, কেরলেও দেখতে পাওয়া যায়।
নীলকুরিঞ্জি ফুল ফুটলে নীলগিরির বিস্তির্ণ এলাকায় মৌমাছির আধিক্য বহু গুণ বেড়ে যায়। উদ্ভিদ বিজ্ঞানী এবং ভূবিজ্ঞানীদের মতে, নীলকুরিঞ্জির মিস্টি গন্ধ এবং ফুলে মধুর আধিক্যই এর অন্যতম কারণ।
মূলত জুলাই থেকে নভেম্বরের মধ্যে এই ফুল ফোটে। ২০০৬-এ এমনই নীল রঙের নীলকুরিঞ্জি ফুলে ঢেকে গিয়েছিল নীলগিরি।
২০১৮-এ নীলগিরির বিস্তির্ণ এলাকা ফের একবার ঢেকে যাবে নীলকুরিঞ্জি ফুলে। তাই অনেক পর্যটকেরই আগামী বছরের ভ্রমণ পরিকল্পনায় জায়গা করে নিয়েছে নীলগিরি।