নাইজেরীয় নিয়ে ফের অভিযোগ গোয়ার

নাইজেরীয়দের ভারতে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রাখলেন কংগ্রেস নেতা তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নাইক।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ০৩:২১
Share:

নাইজেরীয়দের ভারতে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রাখলেন কংগ্রেস নেতা তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নাইক। তাঁর দাবি, নাইজেরীয় ছাত্রেরা অবৈধ ভাবে এ দেশে আসছেন, এবং বেআইনি কাজকর্ম করছেন। মঙ্গলবার রবি বলেন, ‘‘ওদের অনুপ্রবেশ রুখতে কেন্দ্র পদক্ষেপ করুক। ওরা পড়তে আসছে, নাকি মাদকদ্রব্য বিক্রি করতে আসছে, সে বিষয়ে ভাল করে অনুসন্ধান করা উচিত। সারা দেশে ‘দাদাগিরি’ করছে ওরা।’’ উল্লেখ্য, কংগ্রেস জমানায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন, গোয়ায় মাদক দ্রব্য ছড়িয়ে পড়া নিয়ে সমালোচনার মুখে পড়ে এই নাইজেরীয়দের বিরুদ্ধেই অভিযোগ তুলেছিলেন তিনি। তবে এ বারের মন্তব্যের জন্য রবিকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছে বিজেপি।

Advertisement

Advertisement

রমজানের প্রার্থনা। মঙ্গলবার মুম্বইয়ের মসজিদে। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement