Nationala News

সালাউদ্দিনের ছেলের বাড়িতে এনআইএ তল্লাশি

সংবাদ সংস্থা সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ বদগাম জেলার সইবুগ গ্রামে ইউসুফের বাড়িতে তল্লাশি অভিযান চালান এনআইএ-র গোয়েন্দারা। সেখান থেকে বেশ কিছু তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ১১:১৮
Share:

পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলের বাড়িতে তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কাশ্মীরে হিজবুল জঙ্গিদের অর্থ জোগানোর অভিযোগে ২০১১-এর একটি পুরনো মামলায় দু’দিন আগেই সালাউদ্দিনের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফকে গ্রেফতার করেছে এনআইএ।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ বদগাম জেলার সইবুগ গ্রামে ইউসুফের বাড়িতে তল্লাশি অভিযান চালান এনআইএ-র গোয়েন্দারা। সেখান থেকে বেশ কিছু তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন

Advertisement

এটিএমের পিন জেনে অ্যাকাউন্ট থেকে টাকা সাফ

টিপুর গুণ গেয়ে বিজেপির নিশানায় কোবিন্দ

এনআইএ-র ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিন। চলতি বছরের জুনেই সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা। সালাউদ্দিনের ছেলের বিরুদ্ধেও জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জম্মু ও কাশ্মীর সরকারের কৃষি দফতরের কর্মী ইউসুফ উপত্যকায় সন্ত্রাদবাদী কার্যকলাপে আর্থিক মদতের অভিযোগে দীর্ঘ দিন ধরেই গোয়েন্দাদের নজরে ছিলেন। অভিযোগ, সৌদি আরবে বসবাসকারী হিজবুল জঙ্গি এজাজ আহমেদ বাট মানি ট্রান্সফার-এর মাধ্যমে ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে একাধিক বার ইউসুফকে টাকা পাঠিয়েছেন। এনআইএ-র দাবি, সেই টাকা কাশ্মীরে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হাতে তুলে দিয়েছেন তিনি। গত ২৪ অক্টোবর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নয়াদিল্লিতে ডেকে পাঠায় এনআইএ। জেরার পর ইউসুফকে গ্রেফতার করা হয়। তাৎপর্যপূর্ণ ভাবে, উপত্যকায় আলোচনা প্রক্রিয়া শুরুর কেন্দ্রের সিদ্ধান্তের পরের দিনই এই গ্রেফতারি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement