পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে উঠে এল গুজরাতের প্রাক্তন মুখ্যসচিব এ কে জ্যোতির নাম। নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১০ সালে মুখ্যসচিব ছিলেন জ্যোতি। মোদী ঘনিষ্ঠ আমলাদের মধ্যে উপরের সারিতে রয়েছে তাঁর নাম। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি ২০১৭ সালে অবসর নেবেন। এখন নির্বাচন কমিশনারের দু’টি পদই খালি। জ্যোতিকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দিলে জাইদির অবসরের পর সিনিয়রিটির ভিত্তিতে পরবর্তী মুখ্য নির্বাচন হিসেবে দায়িত্ব নেবেন তিনি। তা হলে আগামী লোকসভা নির্বাচন করানোর দায়িত্বে থাকবেন ওই আমলা।