coronavirus

Covid 19: ডেল্টার পর ‘ইটা’! মেঙ্গালুরুতে করোনার নতুন রূপের সন্ধান পাওয়ায় বাড়ছে চিন্তা

২০২০ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম 'ইটা' সংক্রমণের খবর মেলে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৮:২৪
Share:

ফাইল ছবি

মিজোরামের পর কর্নাটকেও মিলল করোনার নতুন রূপ ‘ইটা’-র সংক্রমণের চিহ্ন। গত বৃহস্পতিবার এই বিষয়টি নিশ্চিত করেছে কর্নাটক সরকার। তবে কর্নাটক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘করোনার ইটা রূপ নিয়ে এখনও চিন্তার কিছু ঘটেনি। সপ্তাহ দুয়েক আগে মেঙ্গালুরুর এক বাসিন্দার শারীরিক অসুস্থতা শুরু হয়। তার পর তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে জানা যায়, তিনি করোনার ইটা রূপে আক্রান্ত। যেহেতু ভাইরাসের রূপ জানতে ‘জিনোম সিকোয়েন্সিং’ করতে কিছুটা সময় লাগে, তাই ইটা-র উপস্থিতি জানতে কিছুটা সময় লেগে গেল।"

Advertisement

ভারতে নতুন নয় করোনার এই রূপ। প্রথম মিজোরামে এই রূপের সন্ধান পাওয়া গিয়েছিল আগেই। তবে সেই সংক্রমণ ছড়ায়নি। কিন্তু কয়েক দিনের ব্যবধানে কর্নাটকেও সংক্রমণের খোঁজ মেলায় চিন্তা বাড়ছে প্রশাসনের। ২০২০ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম ইটা সংক্রমণের খবর মেলে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে কোনও একটি নির্দিষ্ট দেশে এই সংক্রমণ শুরু হওয়ার কথা বলা হয়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা রূপ নিয়ে এখনও চিন্তার কিছু নেই। লোটা, কাপ্পা, ল্যামডা, আলফা, বিটা, গামা ও ডেল্টা এখন নজরে রয়েছে। ইটা সেই তালিকায় নেই। যদিও নাইজেরিয়াতে করোনার এই রূপ ইতিমধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। তবুও, এখনও একে মারণ রূপ বলে মানতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement