নিউ হাফলং-শিলচর ব্রডগেজ রেলপথে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) পরিদর্শন নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটিয়ে সোমবার এই রেলপথে পরিদর্শনে আসছেন সিআরএস সুদর্শন নায়েক। প্রথমে ১৮ থেকে ২০ জুন এই পরিদর্শনের কথা ছিল। কিন্তু তা পরিবর্তন করে চার দিনের জায়গায় দু’দিন অর্থাৎ ২২ ও ২৩ জুন করা হয়েছে।
উত্তর-পূর্ব রেলের নির্মাণ শাখার মুখ্য জনসংযোগ আধিকারিক দিলীপ বরা জানিয়েছেন, ২২ জুন বিমানে কলকাতা থেকে সরাসরি শিলচরে পৌঁছবেন সিআরএস। ২৩ জুন শিলচর থেকে নিউ হাফলং পর্যন্ত ট্রেনের গতিবেগ পরীক্ষা করবেন তিনি। তবে এই পরিদর্শন নিয়ে বরাক উপত্যকা ও ডিমা হাসাও জেলার মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। ১৮ জুন সিআরএস পরিদর্শন স্থগিত হয়ে যাওয়ায় তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। উল্লেখ্য, সিআরএসের ছাড়পত্র না পেলে যাত্রীবাহী ট্রেন চলাচল হবে না। উল্লেখ্য গত ১৯, ২০ ও ২১ মার্চ লামডিং– নিউ হাফলঙের মধ্যে সিআরএস পরিদর্শনের কাজ শেষ হয়েছে। কিন্তু পুরো পথের ছাড়পত্র না পাওয়া গেলে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে না। তবে ২২ ও ২৩ জুন নিউ হাফলং-শিলচরের মধ্যে সিআরএস পরিদর্শনের পর যাত্রীবাহী ট্রেনের ছাড়পত্র মেলার সম্ভবনা রয়েছে।