Puri Jagannath Temple

পুরীর জগন্নাথ মন্দির দর্শনে চালু হচ্ছে নতুন নিয়ম, দর্শনার্থীদের জন্য কী কী পদক্ষেপ করছেন কর্তৃপক্ষ

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা মনে করছেন, নতুন এই ব্যবস্থা চালু হলে মন্দির এবং বিগ্রহ দর্শন অনেক মসৃণ হবে। ভাল ভাবে দর্শন করার সুযোগ পাবেন পুণ্যার্থীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১১:৩১
Share:
পুরীর জগন্নাথ মন্দির। ফাইল চিত্র।

পুরীর জগন্নাথ মন্দির। ফাইল চিত্র।

দর্শনার্থীদের জন্য নতুন নিয়ম চালু হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দিরের দর্শন সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন, সোমবারই তা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রকাশ মিশ্র। মন্দির কমিটির সঙ্গে পর্যালোচনার পরই নতুন নিয়ম চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

মন্দির কমিটির সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, ‘‘দর্শনার্থীরা যাতে কোনও রকম সমস্যা ছাড়াই মসৃণ ভাবে মন্দির এবং বিগ্রহ দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন, তার জন্য নয়া নিয়ম চালু করা হচ্ছে। মহিলা এবং বয়স্কদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। এ ছাড়াও বিশেষ ভাবে সক্ষম এবং ভিআইপিদের জন্য আলাদা কোনও ব্যবস্থা করা যায় কি না, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।’’

নয়া পরিকল্পনা অনুযায়ী, নাটমণ্ডপ বরাবর ব্যারিকেড করে ছয় লেনের র‌্যাম্প বানানো হবে। ফলে পুণ্যার্থীরা সহজেই মন্দির দর্শন করতে পারবেন। পুরুষ, মহিলা, প্রবীণ এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। দর্শনের নয়া নিয়ম অনুযায়ী, ‘সাত পহচা’ হয়ে প্রবেশ করতে হবে পুণ্যার্থীদের। মহিলা এবং বয়স্কদের বেরোনোর ব্যবস্থা করা হচ্ছে ঘণ্টিদ্বার দিয়ে। মন্দির দর্শন শেষে গড়ুরদ্বার হয়ে বেরোতে হবে পুরুষ পুণ্যার্থীদের।

Advertisement

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা মনে করছেন, নতুন এই ব্যবস্থা চালু হলে মন্দির এবং বিগ্রহ দর্শন অনেক মসৃণ হবে। ভাল ভাবে দর্শন করার সুযোগ পাবেন পুণ্যার্থীরা। মন্দিরে প্রবেশ থেকে শুরু করে দর্শন— সব ক্ষেত্রেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি হয়। কখনও কখনও আবার বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়। তাই আগামী দিনে যাতে এ রকম পরিস্থিতির সৃষ্টি না হয়, পুণ্যার্থীদের স্বার্থে তাই দর্শনের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement