National News

চালু হল অক্ষয় কুমারের মস্তিষ্কপ্রসূত ‘ভারত কে বীর’ অ্যাপ

শহিদ জওয়ানদের পরিবারের জন্য ‘ভারত কে বীর’ নামে একটি অ্যাপ এবং ওয়েবসাইট চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে রবিবার এই নতুন অ্যাপের উদ্বোধন করেন অক্ষয় কুমার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ১৬:০০
Share:

অ্যাপ উদ্বোধনে অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

শহিদ জওয়ানদের পরিবারের জন্য ‘ভারত কে বীর’ নামে একটি অ্যাপ এবং ওয়েবসাইট চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে রবিবার এই নতুন অ্যাপের উদ্বোধন করেন অক্ষয় কুমার। তাঁর স্বপ্ন পূরণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানান অক্ষয়।

Advertisement

আরও পড়ুন: দুয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি ‘নয়’

অক্ষয় বলেন, “সন্ত্রাসবাদীদের নিয়ে একটি তথ্যচিত্র দেখার সময় তিন মাস আগে এই অ্যাপের পরিকল্পনা মাথায় এসেছিল। ওই ছবিতে দেখানো হয়েছে, মৃত্যুর পর জঙ্গিদের পরিবারকে কী ভাবে আর্থিক সাহায্য করছে জঙ্গি নেতারা।’’ তিনি আরও জানান, সেই ছবি দেখেই এই অ্যাপ চালু করার বিষয়টি তাঁর মাথায় আসে।

Advertisement

অক্ষয় বলেন, ‘‘সবাই সেনাদের দুঃখের শরিক হতে চায়। এটা তাঁর একটা স্বপ্ন ছিল এবং সরকার সেই স্বপ্ন পূরণে সাহায্য করেছে। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে।’’

শহিদ জওয়ানদের পরিবারকে যাঁরা সাহায্য করতে চাইবেন, তাঁরা ‘ভারত কে বীর’ এই অ্যাপের মাধ্যমে সেই সহযোগিতা পৌঁছে দিতে পারবেন। সাহায্যের অর্থ শহিদের পরিবারের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement