দিল্লির লালকেল্লার কাছে ধৃত দুই আইএস জঙ্গি। ছবি- সংগৃহীত।
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দুই সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ল দিল্লিতে। দু’জনেই ইঞ্জিনিয়ার।
বৃহস্পতিবার রাতে দিল্লির লালকেল্লার কাছে একটি বাস স্ট্যান্ড থেকে দিল্লি পুলিশের বিশেষ শাখা ওই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুই জঙ্গিই কাশ্মীরের সোপিয়ান জেলার একই গ্রামের বাসিন্দা। তাদের নাম পারভেজ ও জামশিদ।
দিল্লি পুলিশের বিশেষ শাখার এক পদস্থ কর্তা জানিয়েছেন, কাশ্মীরে যে সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রাখে আইএস, দু’জনেই তার একটি সংগঠনের সদস্য। ধৃত জঙ্গিদের কাছ থেকে বিদেশি পিস্তল-সহ নানা রকমের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন- আইএস নিয়ে ভিন্ন সুর কেন্দ্র, কাশ্মীরের
আরও পড়ুন- পাকিস্তানে বাড়ছে আইএস, দাবি রিপোর্টে
পুলিশ বলছে, ধৃত জঙ্গিদের জেরা করে জানা গিয়েছে, দিল্লিতে তাদের কোনও হামলার পরিকল্পনা ছিল না। তারা দিল্লিকে ‘ট্রানজিট রুট’ বা যাতায়াতের জায়গা হিসেবে বেছে নিয়েছিল।