প্রতীকী ছবি।
কোভিড এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বিদেশ থেকে অনেক ডাক্তারি পড়ুয়া কোর্সের মাঝপথে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। আজ ন্যাশনাল মেডিক্যাল কমিশন জানিয়েছে, তাঁদের মধ্যে চূড়ান্ত বর্ষের যে সমস্ত পড়ুয়া ৩০ জুনের আগে ডিগ্রি পেয়েছেন, তাঁদের ‘ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগজ়ামিনেশন’-এ বসার সুযোগ দেওয়া হবে। এতে উত্তীর্ণ হলে বাধ্যতামূলক এক বছরের বদলে দু’বছর রোটেটিং মেডিক্যাল ইন্টার্নশিপ করতে হবে। তার পরেই রেজিস্ট্রেশন মিলবে। বলা হয়েছে, এই ছাড় শুধু এ বারের জন্যই, ভবিষ্যতে নজির হিসাবে ধরা যাবে না। এমন এমবিবিএস পড়ুয়ারা যাতে দেশের মেডিক্যাল কলেজগুলিতে ক্লিনিক্যাল প্রশিক্ষণ শেষ করতে পারেন, সে জন্য সুপ্রিম কোর্ট গত ২৯ এপ্রিল একটি প্রকল্প তৈরি করার নির্দেশ দিয়েছিল। ‘পেরেন্টস অ্যাসোসিয়েশন অব ইউক্রেন এমবিবিএস স্টুডেন্টস’-এর তরফে জানানো হয়েছে, যুদ্ধের জন্য গত ফেব্রুয়ারিতে অন্তত ১৮ হাজার ডাক্তারি পড়ুয়া দেশে ফিরতে বাধ্য হয়েছেন। তাঁদের মধ্যে ১২ হাজার চূড়ান্ত বর্ষে পড়ছিলেন। চিন থেকেও কোভিডের জন্য ফিরেছেন বহু পড়ুয়া।