National News

গডসে নিয়ে মন্তব্যের জেরে সাধ্বী প্রজ্ঞাকে সংসদীয় কমিটি থেকে সরাল বিজেপি

মহাত্মা গাঁধীর আততায়ী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্য নাথুরাম গডসেকে বুধবার প্রজ্ঞা লোকসভায় ‘দেশপ্রেমী’ বলে উল্লেখ করেন। পরে তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তার ঢেউ পৌঁছে যায় সোশ্যাল মিডিয়াতেও।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১১:৪৯
Share:

বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। - ফাইল ছবি।

নাথুরাম গডসে নিয়ে লোকসভায় বিতর্কিত মন্তব্যের জন্য দলীয় সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের নিন্দা করল বিজেপি। নেওয়া হল শাস্তিমূলক ব্যবস্থাও। প্রজ্ঞাকে সরিয়ে দেওয়া হল লোকসভার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি থেকে।

Advertisement

মহাত্মা গাঁধীর আততায়ী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্য নাথুরাম গডসেকে বুধবার প্রজ্ঞা লোকসভায় ‘দেশভক্ত’ বলে উল্লেখ করেন। পরে তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তার ঢেউ পৌঁছে যায় সোশ্যাল মিডিয়াতেও।

সাধ্বী প্রজ্ঞার মন্তব্যকে বিজেপির তরফে বৃহস্পতিবার নিন্দা করা হয়েছে। ওই মন্তব্যের জেরে দল যে প্রজ্ঞার পাশে নেই, সাংবাদিকদের তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা।

Advertisement

আরও পড়ুন- গডসে দেশভক্ত, প্রজ্ঞার কথায় হইচই​

আরও পড়ুন- এনআরসি গোটা দেশেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, ওড়ালেন মমতার যুক্তি​

বিজেপি সূত্রেও জানানো হয়, লোকসভায় প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি থেকে প্রজ্ঞাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু দিন আগেই প্রজ্ঞাকে আনা হয়েছিল ওই কমিটিতে।

নাড্ডা পরে সাংবাদিকদের বলেন, ‘‘লোকসভার চলতি অধিবেশনে বিজেপির সংসদীয় দলের বৈঠকগুলিতেও প্রজ্ঞাকে উপস্থিত থাকতে নিষেধ করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement