সামনে লোকসভা ভোটের বড় পরীক্ষা। তা নিয়ে ‘ভয়’-এর কথাটি নানা ভাবে শোনাচ্ছেন অনেক দিন ধরেই। কিন্তু সে চাপ কাটাচ্ছেন কী ভাবে, ছাত্রদের আগামিকাল শোনাবেন প্রধানমন্ত্রী।
সাংবাদিক সম্মেলন তিনি করেন না বটে। কিন্তু গত কয়েক দিন ধরে মোদী বিভিন্ন মঞ্চে বলছেন, পড়ুয়াদের সঙ্গে কথা বলার ইচ্ছে হচ্ছে। সে জন্য কাল প্রায় দু’হাজার ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। গত বছরও এমন আয়োজন হয়েছিল। কিন্তু এ বার তার বহর বেড়েছে। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক, শিক্ষকদেরও শামিল করা হচ্ছে। দুনিয়ার ২৪টি দেশে এর সরাসরি সম্প্রচার হবে। রাশিয়া, দুবাই, দোহা, ওমান, নাইজিরিয়া থেকে ছাত্ররা সরাসরি কথা বলবেন।
মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘এই কলেবরে আয়োজন এই প্রথম। প্রধানমন্ত্রী কথা বলবেন। প্রশ্নও নেবেন।’’ গত বছর এক ছাত্র প্রশ্ন করেছিলেন, ঊনিশের ভোট নিয়ে তিনি নার্ভাস কি না? এ বার তেমন হলে? মন্ত্রক বলছে, ‘‘মন খুলেই কথা বলবেন প্রধানমন্ত্রী। তেমন প্রশ্ন এলে জবাব দেবেন তিনিই।’’