ছবি: পিটিআই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল কংগ্রেস। প্রশ্ন তুলল নৈতিকতারও।
ঘটনা মঙ্গলবারের। নয়াদিল্লিতে এনসিসি ক্যাডেটদের বার্ষিক সমাবেশের মতো অরাজনৈতিক মঞ্চে তিন সামরিক বাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্স স্টাফকে পাশে রেখে মোদী পুরোদস্তুর রাজনৈতিক বক্তৃতা করেন। বিরোধীদের মতে, ওই অনুষ্ঠানকে কার্যত দিল্লির ভোটের প্রচারসভায় পরিণত করেন মোদী।
কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বাণ বুধবার অভিযোগ করেছেন, দিল্লিতে ভোটের প্রচার চলছে, আর তরুণদের কাঁচা মনে রাজনীতির ছাপ ফেলার চেষ্টা করেছেন মোদী! তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী বলেই তিনি নির্বাচনী বিধি ভঙ্গের দায় থেকে ছাড় পেতে পারেন না। নির্বাচন কমিশন এটিকে গুরুতর বিষয় হিসেবে দেখুক।’’ এ দিনই বিজেপির দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। তাকে স্বাগত জানালেও কংগ্রেসের এই নেতা কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি এ দিন।
আরও পড়ুন: ‘মোদীজি, আমি কি হাঁটতে পারি? নাকি সেটাও নিষিদ্ধ!’, কটাক্ষ কুণালের