একনায়ক নন, দাবি মোদীর

বিজেপি দফতরে দীপাবলি মিলন উৎসবে মোদী বলেন, ‘‘বিজেপির মতো রাজনৈতিক দল কী ভাবে চলে, সেটা কীভাবে কাজ করে, তা সাংবাদিকদের ঠিক মতো জানা উচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ০৩:৪৪
Share:

প্রবেশ: বিজেপির সদর দফতরে নরেন্দ্র মোদী। শনিবার। ছবি: পিটিআই।

বিজেপিতে ও কেন্দ্রে তাঁর সরকারে তিনিই প্রথম ও শেষ কথা— নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গত তিন বছর ধরেই এমন অভিযোগ তুলে আসছেন বিরোধীরা। সুর আলাদা আলাদা হলেও যশবন্ত সিন্হা, অরুণ শৌরির মতো বিজেপির ঘরের লোকেরাও বলেছেন এ কথা। বিজেপি দফতরে গিয়ে আজ সেই অভিযোগ খণ্ডনের চেষ্টা করলেন নরেন্দ্র মোদী।

Advertisement

আরও পড়ুন: পাঁচ বছর আগের কটাক্ষই ব্যুমেরাং

বিজেপি দফতরে দীপাবলি মিলন উৎসবে মোদী বলেন, ‘‘বিজেপির মতো রাজনৈতিক দল কী ভাবে চলে, সেটা কীভাবে কাজ করে, তা সাংবাদিকদের ঠিক মতো জানা উচিত। এই দলে অভ্যন্তরীণ গণতন্ত্র কতখানি, সে বিষয়েও সাংবাদিকদের আরও ওয়াকিবহাল থাকা উচিত।’’ সাংবাদিকদের সঙ্গে ‘মিলন উৎসব’-এ মোদীর মুখে এমন কথা শুনে বিরোধীদের মতো দলের নেতারাও মনে করছেন, মোদী আসলে তাঁর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগেরই ব্যাখ্যা দিয়েছেন। গণতন্ত্রের অভাবের অভিযোগের জন্য ঘুরিয়ে সংবাদমাধ্যমের অজ্ঞানতাকে দায়ী করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement