Narendra Modi

‘আর্থিক বৃদ্ধি ফিরে আসবেই’, মোদীর আশ্বাস শিল্পমহলকে

সিআইআই-র ১২৫ বছর উপলক্ষে দেওয়া ভাষণে দেশীয় সংস্থাগুলিকে আরও শক্তিশালী হয়ে ওঠার বার্তাও দিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২০ ১১:১৮
Share:

সিআইআই)-র অনুষ্ঠানে ভাষণ নরেন্দ্র মোদীর।

ফের আত্মনির্ভরতার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই)-র ১২৫ বছর উপলক্ষে দেওয়া ভাষণে দেশীয় সংস্থাগুলিকে আরও শক্তিশালী হয়ে ওঠার বার্তা দিয়েছেন। এই কাজে সিআইআই-কেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্ষেত্রের দিকে তাকিয়ে দেশের শিল্প সংস্থাগুলিকে উৎপাদনের কথা বলেছেন মোদী। সেই সঙ্গে অন্য দেশগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার বার্তাও দিয়েছেন। দেশে প্রথম দফায় আনলকডাউন শুরু হওয়ার পর, এই প্রথম অর্থনীতি নিয়ে এই প্রথম বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী।

Advertisement

মোদী যা বললেন—

• আসুন, আমরা একসঙ্গে আত্মনির্ভর বানিয়ে তুলি দেশকে। সরকার আপনাদের সঙ্গে আছে।

Advertisement

• আত্মনির্ভর ভারতের হাত ধরেই ঘুরে দাঁড়াব।

• প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় ৭৪ কোটি মানুষ সুবিধা পেয়েছেন।

• এই সঙ্কটের সময় ভারত ১৫০ টি দেশকে চিকিত্সা সরঞ্জাম দিয়ে সাহায্য করছে।

• শ্রমিকদের আইন বাড়ানোর জন্য শ্রম আইন সংস্কার করা হয়েছে।

• কয়লা ক্ষেত্রকে বেসরকারিকরণ করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের পথ খোলা হচ্ছে।

• ভারতের কাছে পৃথিবীর প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে।

• শিল্পমহল এক পা বাড়ালে সরকার চার পা বাড়াবে।

• এখন মাহাকাশ থেকে পরমাণু সবক্ষেত্রে বিনিয়োগের দ্বার মুক্ত।

• আত্মনির্ভরতার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর।

• স্বাধীনতার পর কৃষকদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। এখন কৃষকরা তাঁদের অধিকার ফিরে পেয়েছেন।

• দেশের সর্বত্র ফসল বিক্রি করতে পারেন কৃষকরা।

• ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংজ্ঞা পাল্টে দেওয়া হচ্ছে।

• আমাদের সরকার হঠাত্ করে সংস্কার করেনি। সুনির্দিষ্টা পরিকল্পনা করেই সংস্কার করা হচ্ছে।

• ৫০ কোটি মানুষকে ইপিএফে কনট্রিবিউশন।

• ৫৩ হাজার কোটির বেশি আর্থিক সাহায্য।

• দেশের আর্থিক বৃদ্ধি সঠিক দিশায় ফেরাতে হবে।

• দেশের প্রতিভা, একাগ্রতায় আত্মবিশ্বাস আছে।

• করোনা আবহে অনলাইনে আলোচনাই ভবিষ্যত্ হয়ে উঠছে।

• করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে, অর্থনীতি মজবুত করতে হবে

• লকডাউন দেশে করোনা রুখতে করায্করী ভূনিকা নিয়েছে।

• ভারতের কৃষক, উদ্যোগপতিদের উপর ভরসা আছে। এই জন্যই বলছি ভারত ‘গ্রোথ ব্যাক’ করবে।

• ভারতের মেধা ও প্রযুক্তির উপর ভরসা আছে।

• উই উইল ডেফিনিটলি গ্রোথ ব্যাক।

• এক দিকে দেশবাসীর জীবন বাঁচাতে হবে, অন্য দিকে অর্থনীতিকেও সচল রাখতে হবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement