ফাইল চিত্র।
উত্তরপ্রদেশে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভোটের প্রচার করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘লাল টুপি’-র দল সমাজবাদী পার্টি (এসপি)-কে নিশানা করায় রাজনৈতিক তরজা জমে উঠেছে। গোরক্ষপুরের সভায় মোদী আজ বলেন, ‘‘লাল টুপির দল শুধু লাল বাতির অপেক্ষায় রয়েছে। উত্তরপ্রদেশের জন্য এরা রেড অ্যালার্ট।’’ প্রধানমন্ত্রীর আক্রমণের কিছুক্ষণ পরে অখিলেশ যাদবের পাল্টা, যাঁরা লাল টুপি পরে রয়েছেন, তাঁরা আসলে বিজেপির জন্যই রেড অ্যালার্ট।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুক গোরক্ষপুরে মোদী গিয়েছিলেন কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করতে। তার মধ্যে ছিল সার কারখানা, এমস হাসপাতাল ও আইসিএমআর-এর রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টারের নতুন ভবনের উদ্বোধন। রাজ্যে উন্নয়নের কাজে যোগীর প্রশংসাও করেছেন মোদী।
এসপি-কে নিশানা করে মোদী বুঝিয়ে দিয়েছেন, উত্তরপ্রদেশে অখিলেশরাই তাঁদের প্রধান প্রতিপক্ষ। তিনি বলেেন, ‘‘উত্তরপ্রদেশের মানুষ ভাল করেই জানেন, যাঁরা লাল টুপি পরে, তাঁরা লালবাতির অপেক্ষায় রয়েছেন। শুধু ক্ষমতা চান দুর্নীতি করার জন্য, টাকা জমানোর সিন্দুক চান, মাফিয়াদের স্বাধীনতা দিতে সব চেষ্টা করে চলেছেন তাঁরা।’’ এক কদম এগিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘‘লাল টুপি সরকার গড়তে চায় জঙ্গিদের সাহায্য করবে বলে, জেল থেকে তাদের ছাড়িয়ে আনার চেষ্টায়। ।’’
জবাব দিয়েছে লাল টুপির দলও। অখিলেশের টুইট-উত্তর, ‘‘বিজেপির জন্য রেড অ্যালার্ট হল— মূল্যবৃদ্ধি, বেকারি। শ্রমিক-কৃষকের দুরাবস্থা, হাথরস, লখিমপুর খেরির ঘটনা কিংবা শিক্ষা, স্বাস্থ্য, শিল্পে বিপর্যয়ই বিজেপির জন্য রেড অ্যালার্ট। আর এ সবই কুর্সি থেকে তাদের ছুড়ে ফেলবে।’’