ভাবমূর্তি ধুলিসাত্ হচ্ছে, সংসদীয় দলের বৈঠকে সুগত-দীনেশের তোপ

স্টিং অপারেশনের ধাক্কার পরও, বাইরে বুক চিতিয়েই রয়েছেন তৃণমূল নেতারা। লোকসভায় সিপিএম-কংগ্রেসের যৌথ আক্রমণের মুখে রীতিমতো কোমর বেঁধেই ঝগড়া করেছেন সুলতান, সৌগতরা। কিন্তু দলের ভিতরে বিভিন্ন স্তরে উঠতে শুরু করেছে প্রশ্ন। সত্যিই কি পুরোটা জাল? সংশয় রয়েছে অনেকের মনেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ১৮:৩৯
Share:

স্টিং অপারেশনের ধাক্কার পরও, বাইরে বুক চিতিয়েই রয়েছেন তৃণমূল নেতারা। লোকসভায় সিপিএম-কংগ্রেসের যৌথ আক্রমণের মুখে রীতিমতো কোমর বেঁধেই ঝগড়া করেছেন সুলতান, সৌগতরা। কিন্তু দলের ভিতরে বিভিন্ন স্তরে উঠতে শুরু করেছে প্রশ্ন। সত্যিই কি পুরোটা জাল? সংশয় রয়েছে অনেকের মনেই। এই ছবি যদি জালও হয়, তবুও দলের একটা বড় অংশে যে দুর্নীতি থাবা বসিয়েছে ভাল ভাবেই, মানছেন অনেকেই। আর এ সব নিয়ে তৃণমূলের সংসদীয় দলের বৈঠকেও ক্ষোভের আঁচ মিলেছে। দুই সাংসদ সুগত রায় এবং দীনেশ ত্রিবেদী প্রায় এক সুরে বলেছেন, গোটা ঘটনা দলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে।

Advertisement

আরও পড়ুন

নারদ-কাণ্ডে হীরক রাজার দেশের ছায়া দেখেছেন কুণাল

Advertisement

তবে নারদ কাণ্ড নিয়ে অফেন্স ইস দ্য বেস্ট ডিফেন্স নীতিতেই আপাতত হাঁটতে চলেছে তৃণমূল নেতৃত্ব। কাল রাজ্যসভায় নারদ-কাণ্ড নিয়ে আলোচনার জন্য নোটিস দিতে চলেছে তারা। ভোটের আগে বিদেশি টাকা এনে ষড়যন্ত্র করা হচ্ছে এই তত্ত্বই সামনে আনা হবে।

কিন্তু সেই টাকা কি সত্যিই তৃণমূলের নেতানেত্রীরা হাত পেতে গ্রহণ করেছিলেন? রাজ্য তো বটেই, দেশ জুড়েও এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। এমনকী দলের মধ্যেও, ওপর থেকে নিচুতলা, ঘুরপাক খাচ্ছে এই একই প্রশ্ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement