আট শতক পর ফের খুলল নালন্দা বিশ্ববিদ্যালয়। আজ সেখানে ইতিহাস এবং পরিবেশ-বাস্ততন্ত্র বিষয়ক দু’টি বিভাগে ক্লাস শুরু হল। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, আপাতত ১৫ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে সেখানে যোগ দিয়েছেন ১১ জন শিক্ষক। নালন্দার প্রাচীন আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়ের কথা মনে রেখে ২০০৬ সালে নতুন ভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠান তৈরির প্রস্তাব দিয়েছিলেন এপিজে আব্দুল কালাম। উদ্যোগী হয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।
ইতিহাসবিদরা জানান, ৪১৩ থেকে ১১৯৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত চলেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। বকতিয়ার খিলজির আমলে তা ধ্বংস করা হয়।
নবগঠিত নালন্দার পরিচালন কমিটির চেয়ারম্যান হয়েছেন অর্থনীতিবিদ অর্মত্য সেন। রাজগির থেকে ১২ কিলোমিটার দূরে রাজ্য সরকারের একটি ভবনে ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০ সালের মধ্যে ৪৫২ একর জমিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন এবং আবাসিকদের থাকার ব্যবস্থার কাজ শেষ হবে। সেখানে সাতটি বিভাগে মূলত স্নাতকোত্তর এবং গবেষণামূলক পঠনপাঠন করানো হবে। উপাচার্য গোপা সভরওয়াল বলেন, “এখনও পর্যন্ত এক হাজার আবেদনপত্র জমা পড়েছে। কিন্তু সব বিভাগ চালু করা যায়নি। তাই সমস্ত আবেদনে সাড়া দিতে পারিনি।” বর্তমানে চালু দু’টি বিভাগে জাপান এবং ভুটানের এক জন করে ছাত্র রয়েছেন। বিশ্ববিদ্যালয় তৈরিতে সাহায্যের হাত বাড়িয়েছে নানা দেশ। কেন্দ্রীয় সরকারও ১০ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ২৭০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।