বিজেপি নেতা খুনের প্রায় দশ মাস পরে প্রধান অভিযুক্তকে কলকাতা লাগোয়া উত্তরপাড়া থানা এলাকা থেকে গ্রেফতার করল বিহার পুলিশ। ধৃতের নাম হরেশ মিশ্র। তার বাড়ি বিহারের ভোজপুর জেলার শাহপুর থানার সোনবরসা গ্রামে। বিহার পুলিশের ডিজি (অভিযান) জানিয়েছেন, অমিত মিশ্র নাম নিয়ে থাকতে শুরু করে হরেশ। অভিযুক্তের সঙ্গে তার দাদা ধনঞ্জয় মিশ্র এবং সঙ্গী কিষণ মিশ্রও গ্রেফতার হয়েছে। ধনঞ্জয়কে একটি অন্য খুনের মামলায় দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ। হরেশের মাথার দাম হিসেবে ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছিল বিহার সরকার। অভিযোগ, হুগলি জেলার মাফিয়া রমেশ মাহাতোর আশ্রয়ে ছিল হরেশ ও তার দাদা ধনঞ্জয়।
বিহারে মহাজোট সরকার ক্ষমতায় আসার পরে গত ১২ ফেব্রুয়ারি প্রদেশ বিজেপির ডাকাবুকো নেতা বিশ্বেশ্বর ওঝা খুন হন। তিনি দলের রাজ্য সহ-সভাপতি ছিলেন। বিহার পুলিশ খুনের তদন্তে এবং দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য বিশেষ দল গঠন করেছে। গত চার মাস ধরে কলকাতা ও হাওড়া-হুগলির বিভিন্ন এলাকায় হরেশ মিশ্র ও তার দলবলের খোঁজে তল্লাশি চালায় বিহার পুলিশ। গত কাল রাতে নির্দিষ্ট খবর পেয়ে অভিযান চালানো হয় হিন্দমোটরের বিড়লা মোড়ে। সেখান থেকেই গ্রেফতার হয় ওই তিন জন।